মুম্বই: উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবেকে ধরতে গিয়ে গত সপ্তাহে এনকাউন্টারে প্রাণ হারিয়েছিলেন আট পুলিশ কর্মী। অবশেষে আজ সেই বিকাশ দুবেকে উজ্জয়িনী থেকে গ্রেফতার করা হয়। বুধবারই এনকাউন্টারে মৃত্যু হয় বিকাশের ঘনিষ্ঠতম সহযোগী অমর দুবের।


গ্যাংস্টার বিকাশ দুবেকে জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ৮ পুলিশকর্মীকে খুনের পর মৃতদেহ জ্বালানোর ছক করেছিল তারা। জ্বালিয়ে দেওয়ার জন্য মৃতদেহ জড়োও করা হয়। শেষমেশ পুলিশকর্মীদের মৃতদেহ জ্বালানো যায়নি। পুলিশি জেরায় দাবি করেছে কানপুরের গ্যাংস্টার।

আজ সকালে মন্দির থেকে ডনের গ্রেফতারির পর থেকেই তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। প্রশ্ন উঠেছে, এতদিন কাদের আশ্রয়ে ছিল গ্যাংস্টার বিকাশ দুবে?

ঘটনায়, সিবিআই তদন্ত দাবি করেছেন প্রিয়ঙ্কার গাঁধী, সরব হয়েছেন অখিলেশ যাদবও।
গ্রেফতারির নামে নাটক করা হচ্ছে, দাবি করেছে এক নিহতর পরিবার।

ছেলেকে পুলিশের গুলি খেয়ে মরার থেকে বাঁচিয়েছেন ভগবান মহাকাল, মন্তব্য করেছেন গ্যাংস্টারের মা।