ছবিটি পরিচালনা করেছেন মুকেশ ছাবরা। সুর দিয়েছেন এ আর রহমান। ২০১৮ সালেই শ্যুটিং শেষ হয়েছিল। সুশান্তের মৃত্যুর পর তড়িঘড়ি 'দিল বেচারা'র অনলাইন রিলিজের ব্যবস্থা করা হয়। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছিল। সুশান্তের এর আগের সিনেমা 'ড্রাইভ'ও ওটিটি রিলিজ হয়েছিল। সুশান্ত ভক্তরা চেয়েছিলেন, তাঁর শেষ ছবি অন্তত হলে মুক্তি পাক। যদিও ওয়েব মঞ্চকেই বেছে নিয়েছেন ছবিটির নির্মাতারা।
ওটিটি প্ল্যাটফর্মে সুশান্তের যে যে সিনেমাগুলি রয়েছে, সম্প্রতি সেগুলির দর্শকসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ডিজনি হটস্টার জানিয়েছে, সাবস্ক্রিপশন না থাকলেও সুশান্তের শেষ ছবি দেখতে পারবেন দর্শকরা। ট্রেলারে সুশান্তকে দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে পারছেন না ভক্তরা। ট্রেলারে একটি জায়গায় সুশান্তকে বলতে শোনা গিয়েছে, ‘জনম কব লেনা হ্যায় অউর মরনা কব হ্যায় হাম ডিসাইড নহী কর সকতে। পর ক্যায়সে জিনা হ্যায় ওহ হাম ডিসাইড কর সকতে হ্যায়।’ যার বাংলা করলে দাঁড়ায়, জন্ম আর মৃত্যু আমাদের হাতে নেই। তবে কীভাবে বাঁচব সেটা আমরা ঠিক করে নিতে পারি। যে সংলাপ শুনে সুশান্তের ভক্তদের চোখে জল। ট্রেলার মুক্তির দু ঘণ্টার মধ্যে ইউটিউবে প্রায় ৫ লক্ষ মানুষ তা দেখেছেন। ৭৫ হাজারের কাছাকাছি কমেন্টস। সব মিলিয়ে সাড়া ফেলে দিয়েছে ট্রেলারটি।
সিনেমার অন্যতম অভিনেত্রী স্বস্তিকাও ট্রেলার দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি ট্যুইট করেছেন, ‘মুখে হাসি আর চোখে জল, দুই নিয়েই ট্রেলারটা দেখলাম। মনে হয় তোমারও (সুশান্তের উদ্দেশে লেখা) এটা ভাল লাগবে। মনে হচ্ছে সুশান্ত, আমাদের মন্নি যেখানেই থাকুক না কেন, হাসছে। ’
গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত। আত্মহত্যার কারণ হিসেবে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। যার তদন্তে ২৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ।