মুম্বই: গত ৭ জুলাই সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দেন দিলীপ কুমার (Dilip Kumar)। বয়স জনিত কারণে ৯৮ বছর বয়সে পরলোক গমন করেন অভিনেতা। দিলীপ কুমার এবং সায়রা বানুর (Saira Banu) ৫৪ বছরের বিবাহিত জীবন ছিল রূপকথার মতো। যা প্রজন্মভেদে এখনও উদ্বুদ্ধ করে। দিলীপ কুমারের অসুস্থতাকালে সায়রা বানুর অবদান অনস্বীকার্য ছিল। শয্যাশায়ী অবস্থায় দিলীপ কুমারের দেখাশোনা করা থেকে অনুরাগীদের অভিনেতার শারীরিক অবস্থার কথা জানানো, সবই যত্নের সঙ্গে করতেন তিনি। আজ জন্মদিন প্রয়াত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের। এই জগতে আজ তিনি থাকলে তাঁর বয়স হল ৯৯ বছর। 


আরও পড়ুন - Chandigarh Kare Aashiqui: প্রথম দিনেই কত টাকার ব্যবসা করল আয়ুষ্মান-বাণীর 'চণ্ডীগড় করে আশিকি'?


দিলীপ কুমারের চলে যাওয়া কিছুতেই আজও মন থেকে মেনে নিতে পারেন না সায়রা বানু। অভিনেতার প্রয়াণের পর সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন যে, তাঁর বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেল। আর হবে নাই বা কেন। সেই ১৯৬৬ সাল থেকে বিবাহিত জীবনে আবদ্ধ ছিলেন দুজনে। প্রায় ৫৪ বছরের সাংসারিক জীবনের যখন একজন চলে যান, তখন অন্যজনের মনের হাল কী হতে পারে, তা বোঝাই যায়। এই প্রজন্মের মানুষ তারকা জুটি বলতে যা বোঝে, বলিউডে সেই তারকা জুটির অন্যতম পথিকৃত ছিলেন দিলীপ কুমার এবং সায়রা বানু। দিলীপ কুমার কত বড় অভিনেতা বলার অপেক্ষা রাখে না। তবে, কম ছিলেন না সায়রা বানুও। ১৯৬৩ থেকে ১৯৭৭ পর্যন্ত এদেশের অন্যতম বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী ছিলেন তিনি। প্রথমবার জন্মদিনে নেই দিলীপ কুমার। তাই প্রিয় 'জান'-র প্রতি আবেগঘন বার্তা দিলেন সায়রা বানু। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দিলীপ কুমারের জন্মদিনে এক আবেগঘন বার্তা দেওয়া চিঠি লেখেন সায়রা বানু। 


প্রসঙ্গত, দিলীপ কুমারের আসল নাম ইউসুফ খান। শাহরুখ খান, সলমন খান, আমির খানের আগে দিলীপ কুমারকেই বলিউডের প্রথম খান বলা হয়। তিনি শুধুই একজন সুপারস্টার নন, ছবির জগতে রয়েছে তাঁর অসংখ্য কীর্তি। যা দিয়ে তিনি কিংবদন্তি হন। আজ দিলীপ কুমারের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে শুভেচ্ছাবার্তা।