নয়া দিল্লি: দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। শনিবার দিল্লিতে আরও এক ব্যক্তির দেহে পাওয়া গেল ওমিক্রনের প্রজাতি। শুধু তাই নয়, এখনও দেশের বেশ কয়েকটি জেলা ও রাজ্যে করোনা ভাইরাস ঊর্ধ্বমুখী। এই প্রেক্ষাপটে ফের সেই ১০ রাজ্যকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব/প্রশাসকদের কাছে লিখেছেন যে ১০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ২৭টি জেলা, যেগুলি গত ২ সপ্তাহে উচ্চ কোভিড পজিটিভ হার রিপোর্ট করছে, সেই জেলাগুলিকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা দরকার।
আরও পড়ুন, দেশে বাড়ছে ওমিক্রন, আক্রান্ত শিশুও; উপসর্গ কতটা চিন্তার?
এদিকে শুক্রবারও রাজ্যে বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ। শুক্রবারে রাজ্য স্বাস্থ্য দফতের (Department Of Health) প্রকাশিত বুলেটিন (Health Bulletine) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২৮ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৫৬৭ জন। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ৫৭৪ জন। এনিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১৬,২১,৯৯৮। রাজ্য স্বাস্থ্য দফতেরের বুলেটিন অনুযায়ী, এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু (Corona Death) হয়েছে ৯জনের । গতকাল ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল । তার আগের দিন এই সংখ্যাটা ছিল ৬। অর্থাৎ, গত একদিনে রাজ্যে বেড়েছে করোনায় মৃত্যুও। সবমিলিয়ে রাজ্যে আজ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯,৫৮৪। রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৫,৯৪,৮৪০। গতকাল এই সংখ্যাটা ছিল ১৫,৯৪,২৩০। । সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭,৫৭৪। গতকাল এই সংখ্যাটা ছিল ৭,৫৬৫।
আরও পড়ুন, মহারাষ্ট্রে ওমিক্রন দাপট, আজ থেকে মুম্বইয়ে জারি ১৪৪ ধারা
অন্যদিকে, দিল্লিতে মিলল দ্বিতীয় ওমিক্রন (Omicron) আক্রান্তের সন্ধান। সংবাদ সংস্থা, এএনআই সূত্রে খবর, ওই ব্যক্তির সম্পূর্ণ টিকাকরণ (Vaccinated) হয়েছিল। সম্প্রতি জিম্বাবোয়ে থেকে ফিরেছেন তিনি। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকাও গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তি এলএনজেপি হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে গোটা দেশে (India) ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩। গত রবিবার প্রথম দিল্লিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মেলে। তানজানিয়া থেকে দিল্লিতে ফেরা ওই ৩৭ বছরের ওই ব্যক্তির সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছে। রাঁচির বাসিন্দা ওই ব্যক্তি তানজানিয়া থেকে দোহা হয়ে দিল্লি পৌঁছন তিনি।