মুম্বই: হাসপাতাল থেকে ছাড়া পেলেন দিলীপ কুমার। ডান পায়ে সংক্রমণের জন্য গত ৬ তারিখ বলিউডের এই কিংবদন্তি অভিনেতাকে ভর্তি করা হয় বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।


বৃহস্পতিবার তিনি ছাড়া পেলেন। এদিন অভিনেতার স্ত্রী তথা প্রাক্তন অভিনেত্রী সায়রা বানু সাংবাদিকদের এই খবর দিয়ে বলেন, আমরা ওনাকে আজই বাড়ি নিয়ে এসেছি। এখন তিনি বিশ্রাম নেবেন। উনি ভালই আছেন, দ্রুত সুস্থ হচ্ছেন। দিলীপ কুমারের আরোগ্য কামনায় যাঁরা প্রার্থনা করেছেন, তাঁদের ধন্যবাদ জানান সায়রা বানু।


গত ১১ তারিখ ছিল দিলীপ কুমারের ৯৪ তম জন্মদিন। হাসপাতালেই ছোট করে জন্মদিন উদযাপন করা হয় বলে পারিবারিক সূত্রে জানানো হয়।


পেশোয়ারে ইউসুফ খান নামে জন্ম নেওয়া দিলীপ কুমার ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটান। এরপর তিনি বহু হিট ছবিতে অভিনয় করেছেন। সিনেমায় অবদানের জন্য তাঁকে ১৯৯৪ সালে দাদাসাহেব ফালকে এবং ২০১৫ সালে পদ্মবিভূষণ পুরস্কার প্রদান করা হয়।