মুম্বই: 'দিলীপ কুমার- হিরো অফ হিরোজ'। শুরু হতে চলেছে ট্র্যাজেডি কিং দিলীপ কুমার (Dilip Kumar) ফিল্ম ফেস্টিভ্যাল। যেখানে অভিনেতার বহু ছবি দেখানো হবে দেশের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহগুলিতে (Dilip Kumar Film Festival)।
'দিলীপ কুমার ফিল্ম ফেস্টিভ্যাল'-
মহম্মদ ইউসুফ খান। দর্শকদের কাছে তিনি দিলীপ নামেই পরিচিত বেশি। পর্দায় যখনই এসেছেন, দর্শকদের মনে জিতে নিয়েছেন। দীর্ঘ কেরিয়ারে তিনি অভিনয় করেছেন বহু ছবিতে। আগামী ১০ এবং ১১ ডিসেম্বর দেশের ২০টি শহরের ৩০টিরও বেশি প্রেক্ষাগৃহে দেখানো হবে দিলীপ কুমারের কালজয়ী ছবিগুলি। 'আন্দাজ', 'আন', 'দাগ', 'দেবদাস', 'আজাদ', 'নয়া দওর', 'মধুমতী', 'পয়গম', 'রাম অউর শ্যাম', 'মুঘল এ আজম' এবং আরও অনেক ছবিতে তিনি প্রশংসিত নিয়ে অভিনয় করেছেন। সেই সমস্ত ছবিই ফের দেখানো হতে চলেছে।
আরও পড়ুন - Kajol: রান্নায় কতটা পটু অজয় দেবগন? ফাঁস করলেন কাজল
দিলীপ কুমার ফিল্ম ফেস্টিভ্যাল প্রসঙ্গে সায়রা বানু-
এই প্রসঙ্গ সায়রা বানু বলেন, 'আগামী ১১ ডিসেম্বর দিলীপ সাহেবের শততম জন্মবার্ষকী। ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন যে সেই দিনটার জন্য় এণন বিশেষ আয়োজন করেছে, তার জন্য আমি খুবই খুশি। সারাদেশ জুড়ে ওঁর জনপ্রিয় ছবিগুলি দেখানো হবে। ভারতের সেরা অভিনেতা - দিলীপ কুমার। হিরোদের হিরো। এর থেকে ভালো টাইটেল আরও কিছু হতে পারত না এই উদ্যোগের। আমার তখন ১২ বছর বয়স, যখন প্রথমবার ওঁকে দেখি। বড় পর্দায় ফের ওঁর ছবিগুলি দেখতে আমি খুবই আনন্দবোধ করব।'