লীলাবতী হাসপাতালের চিকিত্সক জালিল পারকর জানিয়েছেন, দিলীপ কুমার আজ অনেকটাই ভালো আছেন। তাঁর পরিবারের অনুমতি নিয়ে আরও বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। ফলাফল সন্তোষজনক। তাঁকে আরও অন্তত তিনদিন হাসপাতালে থাকতে হবে।
এদিকে, তাঁর আরোগ্য কামনায় শুভেচ্ছার জন্য ৯৩ বছরের অভিনেতা তাঁর অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, অনেকটাই সুস্থ বোধ করছি। আপনাদের ভালোবাসা, স্নেহ ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।