তাঁর ইভাঙ্কা মুগ্ধতা এতটাই যে, ট্রাম্প কন্যার পাশে বসে আছেন এমন একটি ছবি ফটোশপের সাহায্যে তৈরিও করে ফেললেন তিনি। শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইভাঙ্কা, আমার কাছে তাজমহল দেখতে চেয়েছিল, কী আর করতাম, নিয়ে গেলাম! ’
ছবিটি ইতিমধ্যেই ১ লাখ ৪৬ হাজার লাইক পেয়েছে। নানারকম মজাদার কমেন্টেও ভরে গেছে ইনবক্স। কিন্তু সব থেকে মজার উত্তর এসেছে ইভাঙ্কার কাছ থেকেই। তিনি লিখেছেন,'আমাকে তাজমহল দেখানোর জন্য ধন্যবাদ!'। সঙ্গে ব্যবহার করেছেন চোখ টেপা স্মাইলিও!