কলকাতা: অমিত শাহর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের ‘গোলি মারো’ স্লোগান ঘিরে রবিবারই সরগরম হয়ে উঠেছিন রাজনৈতিক মহল। সেদিনই নিউ মার্কেট থানায় অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে মামলা রুজু হয় হুমকি দেওয়া সহ বেশ কয়েকটি ধারায়।
এরপর নিউ মার্কেট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় ৩ বিজেপি কর্মীকে।
রবিবার শহিদ মিনারে অমিত শাহর সভায় যোগ দিতে আসার পথে, জওহরলাল নেহরু রোডে একটি মিছিল থেকে বিজেপি কর্মীরা স্লোগান ‘গোলি মারো’ স্লোগান দেন। ছবি দেখে অভিযুক্তদের সনাক্ত করে পুলিশ। পরে ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে যে সমস্ত ধারায় মামলা রুজু হয়েছে, তার মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে।

সিএএ ইস্যুতে এই ‘গোলি মারো’ স্লোগান ঘিরে বারবার বিতর্ক ছড়ায় রাজধানীতে।  দিল্লি বিধানসভা ভোটের আগে অনুরাগ ঠাকুরের সভায় শোনা যায় এই স্লোগান। তারপরই এর প্রতিবাদে সোচ্চার হয় বিরোধীরা। উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা ছড়ানোর পর লক্ষ্মীনগরের বিধায়ক অভয় বর্মার একটি মিছিলের ভিডিও ট্যুইট করেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ। সেই মিছিলেও উঠেছিল ‘গোলি মারো’ স্লোগান। বিজেপি নেতাদের এই হুমকি-হুঁশিয়ারি নিয়ে, বুধবার ক্ষোভ প্রকাশ করে দিল্লি হাইকোর্ট।