কলকাতা: ওয়েব সিরিজের পর্দায় পা রাখছেন ছোটপর্দার অভিনেত্রী দিপান্বীতা রক্ষিত (Dipanwita Rakshit)। এর আগে ধারাবাহিক 'তুঁতে' বা 'খুকুমণি হোম ডেলিভারি'-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন দিপান্বীতা। তিনি হয়ে উঠেছেন বাঙালির ঘরের মেয়ে। আর এবার ওয়েব সিরিজের পর্দায় দেখা যেতে চলেছে তাঁকে। সিরিজের নাম 'মরীচিকা'। দ্বিপাণ্বীতা ছাড়াও এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, জয় সেনগুপ্ত, জয়জিত বন্দ্যোপাধ্যায়, সুব্রত গুহ রায়, অনুজা রায়, জিতসুন্দর চক্রবর্তী ও অন্যান্যরা। সিরিজের পরিচালক সুব্রত আর। সিরিজটি মুক্তি পাবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে।
গল্পের শুরুটা কিছুটা এইরকম.. ডক্টর অনির্বাণ সেনগুপ্ত, সাইকোলজি প্রফেসর,পাহাড়ের কোলে এক ছিমছাম বাড়িতে একাই থাকেন... শুধু মাঝে মাঝে ছোট্ট মেয়ে তিন্নি আসে তার অনি আঙ্কেলের বাড়ি। তিন্নিকে ভীষণ ভালোবাসে অনির্বাণ, পুতুল বানিয়ে দেয়, চকলেট দেয়, ওদের শান্ত নিস্তরঙ্গ জীবনে হঠাৎ একদিন ক্রাইম ব্রাঞ্চ এর অফিসার রজত প্রবেশ করে, কারণ জঙ্গলের রাস্তায় একটা মৃতদেহ পাওয়া গিয়েছে। খালি চোখে দেখলে মনে হয় অ্যাক্সিডেন্ট, কিন্তু ময়নাতদন্ত অন্য কথা বলে। এটা খুন, তার তদন্ত করতেই রজতের অনির্বাণের বাড়িতে আসা, কারণ যে ছেলেটি খুন হয়েছে সেই ছেলেটি অনির্বাণের অত্যন্ত পরিচিত। শুধু তাই নয়, সে আবার অনির্বাণ এর প্রাক্তন ছাত্র। এরপরে ঘটনা কোন দিকে এগোয় তা জানতে চোখ রাখতে হবে ওয়েব সিরিজে।
এই সিরিজে প্রথমবার অভিনয় করা নিয়ে দিপান্বীতা বলছেন, 'ওয়েব সিরিজে এটা আমার প্রথম কাজ। আমি খুব খুশি ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে এরকম গুরুত্বপূর্ণ একটা চরিত্র নিয়ে আমি ওয়েব সিরিজে ডেবিউ করতে পারছি। আমার সহ অভিনেতারা ভীষণ ভাল ছিলেন। শ্যুটিং সেটে আমাদের স্বাচ্ছন্দ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখা হয়েছিল। পাহাড়ের মনোরম পরিবেশে শ্যুটিং ভীষণ উপভোগ করেছি। কখন কখনও আবহাওয়া খারাপ হয়েছে। তবে ছোট্ট এই অ্যাজভেঞ্চারটা আমার জন্য দুর্দান্ত ছিল। 'মরীচিকা' গল্পটার মধ্যে বিভিন্ন স্তর রয়েছে। আমি এমন অনেক অভিনেতার সঙ্গে কাজ করতে পারলাম ছোট থেকে যাদের দেখে আমি বড় হয়েছি। প্রত্যেকেই আমায় ভীষণ সাহায্য করেছেন। একে অপরের সঙ্গে কাজ করতে গিয়ে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল। আমি শ্রেষ্ঠার চরিত্রটা ফুটিয়ে তুলেছি। শ্রেষ্ঠা ভীষণ সাদামাটা সরল কাজপাগল একটা মেয়ে। আমি ভীষণ উৎসাহ নিয়ে অপেক্ষা করছি সিরিজটি মুক্তির জন্য।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।