নয়াদিল্লি: ১৯৭০-এর দশকের তিনটি ক্লাসিক ছবি, হৃষিকেশ মুখোপাধ্যায় (Hrishikesh Mukherjee) পরিচালিত 'মিলি' (Mili), 'বাওয়ার্চি' (Bawarchi) ও গুলজার (Gulzar) পরিচালিত 'কোশিশ'-এর (Koshish) রিমেক (remake) হতে চলেছে। অনুশ্রী মেহতা ও আবির সেনগুপ্তর প্রযোজনায় এই তিন ছবির গল্প বলা হলে নতুন করে। সঙ্গে থাকবেন সমীর রাজ সিপ্পিও।
সত্তরের দশকের তিন ক্লাসিক ছবির রিমেক
'মিলি', 'বাওয়ার্চি', 'কোশিশ' ছবি তিনটির রিমেক তৈরি করতে অনুশ্রী মেহতা ও আবির সেনগুপ্তের 'জাদুগর ফিল্মস'-এর সঙ্গে হাত মিলিয়েছেন প্রয়াত প্রযোজক এন সি সিপ্পির নাতি সমীর রাজ সিপ্পি। এন সি সিপ্পির সংস্থা 'এস আর এস প্রোডাকশনস' আসল ছবিগুলির প্রযোজনা করেছিলেন।
১৯৭২ সালে হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হয় 'বাওয়ার্চি'। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রাজেশ খান্না ও জয়া বচ্চন। 'মিলি' মুক্তি পায় ১৯৭৫ সালে। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন অভিনয় করেছিলেন এই ছবিতে। অন্যদিকে ১৯৭২ সালে মুক্তি প্রাপ্ত 'কোশিশ' ছবির পরিচালনা করেছিলেন গীতিকার-পরিচালক গুলজার। এই ছবিতে অভিনয় করেছিলেন জয়া বচ্চন, সঞ্জীব কুমার।
একটি প্রেস বিবৃতিতে অনুশ্রী মেহতা ও আবির সেনগুপ্ত বলেন যে এই তিন ছবি ফের তৈরির সফর শুরু করতে ফেরে উত্তেজিত, নতুন প্রজন্মের কাছে এই ছবিগুলি পুনরায় নিয়ে আসার কথা ভেবে রোমাঞ্চিত। হৃষিকেশ মুখোপাধ্যায় ও গুলজার যাঁরা ছবি তৈরির ক্ষেত্রে মাপকাঠি সেট করে দিয়েছেন, তাঁদের তৈরি এই তিন ছবি যেহেতু দেশবাসীর কাছে কাল্ট, ফলে সেগুলি নিয়ে কাজ করা বড় দায়িত্ব বলেও জানান তাঁরা।
বিবৃতিতে তাঁরা বলেন, 'এই ছবিগুলি দেখে আমরা বড় হয়েছি এবং এই সমস্ত গল্প এখন আগামী প্রজন্মের জানা উচিত আমাদের উর্বর সিনেমাটিক ঐতিহ্যের ব্যাপারে জানার জন্য। সকলের আশার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করব। এই ছবিগুলি রিমেক করার দায়িত্ব নিয়েছি যা দর্শকের মন জয় করতে পারবে।'
আরও পড়ুন: Chini 2: ভালবাসার খোঁজে দুই অসমবয়সী নারী, অপরাজিতা এবার মধুমিতার বাড়িওয়ালি!
সমীর রাজ সিপ্পির মতে, এখন সময় হয়েছে যে এই পুরনো ক্লাসিক ছবিগুলির রিমেক তৈরি করা হোক। বিবৃতি অনুযায়ী, এই রিমেকের কাজ এখনও শুরুর পর্যায়ে রয়েছে, এখনও একাধিক পর্যায়ের কাজ বাকি রয়েছে। এই তিন ছবিতে কাদের অভিনয় করতে দেখা যাবে তাও ঘোষণা করা হবে শীঘ্রই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial