মুম্বই: মাথা ভরা সাদা চুল, ফোকলা দাঁতে একমুখ হাসি। ঝটপট ছাড়িয়ে ফেলছেন লেবুর খোসা। তারপর জুসারে পিষে গ্লাসে করে ক্রেতার হাতে তুলে দিচ্ছেন লেবুর রস। সোশ্যাল মিডিয়ায় এই বৃদ্ধার একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন বলিউড পরিচালক মুকেশ ছাবড়া। লিখেছেন, 'তিনি এই বৃদ্দার সঙ্গে দেখা করতে চান।


প্রথম পরিচালনা, 'দিল বেচারা'। একটা ছবিতেই বলিউডে জায়গা পাকা করেছেন মুকেশ ছাবড়া। 'দিল বেচারা' ভেঙে দিয়েছিল যাবতীয় রেকর্ড। তবে শুধুই কি ছবি? 'দিল বেচারা' ছবি ছিল সুশান্ত সিংহ রাজপুত অভিনীত শেষ ছবি। ছবির মুক্তির আগেই সুশান্তের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা বলিউডকে। ২০২০ সালের এই ঘটনার রেশ এখনও মন থেকে মুছে ফেলতে পারেননি কোনও অনুরাগী থেকে শুরু করে বলিউডের একাধিক তারকা।


আজ সোশ্যাল মিডিয়ায় এক বৃদ্ধার ছবি ট্যুইট করেছেন মুকেশ। লিখেছেন, 'কেউ কী জানেন উনি কোথায় থাকেন? এই জায়গাটা কোথায়? আমি ওনার সঙ্গে দেখা করতে চাই আর ওনার যা যা সাহায্যের প্রয়োজন সমস্ত করতে চাই। অনেক শ্রদ্ধা' পরিচালকের কমেন্টে অনেকেই লিখেছেন, জায়গাটা অমৃতসর। ওই বৃদ্ধা অমৃতসরের বাসিন্দা।



বাংলার অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে 'দিল বেচারা' কাজ করেছেন মুকেশ। এবিপি লাইভকে পরিচালক বলেছিলেন, 'গল্পের প্রয়োজনে যদি আমার বাঙালি পরিবেশ প্রয়োজন হয়, তবে অবশ্যই বাংলার মানুষদের সঙ্গে কাজ করব। যীশু, পরমব্রতর সঙ্গে আগেও কাজ করেছি। ভীষণ ভালো অভিনয় করেন দুজনেই। স্বস্তিকার সঙ্গে অবশ্যই আবার কাজ করার ইচ্ছা আছে। আর জিৎ-কে নিয়ে বলিউডে কাজ করার ভীষণ সখ আমার'


 ‘চেন্নাই এক্সপ্রেস’ থেকে শুরু করে ‘দঙ্গল’ ভিন্ন ধারা থেকে শুরু করে একেবারে কমার্শিয়াল ছবিতে কাস্টিং-এর কাজ করেছেন মুকেশ। তাঁর ‘দিল্লি ক্রাইম’ আন্তর্জাতিক এমি পুরস্কার পেয়েছে। মুকেশ বলছেন, 'আমি খুব খুশি। ‘দিল্লি ক্রাইম’-এর এই আন্তর্জাতিক খ্যাতি গোটা টিমের সাফল্য। প্রচুর ফোন আসছে। বলিউডের সবাই অভিনন্দন জানাচ্ছেন। প্রচুর কাজের অফারও আসছে। নিজের কোনও কাজ এমন আন্তর্জাতিক সাফল্য পেলে কার না ভালো লাগে!'