একটি তেলুগু ছবিতে কাজ করতে চলেছেন শান্তা। লকডাউন উঠে গেলেই শ্যুটিং শুরু হবে। আন্তর্জাতিক প্রযোজনায় একটি বাংলা ছবিতেও কাজ করবেন তিনি। সেই ছবিতে তাঁর সঙ্গে কাজ করবেন কলকাতার নামী অভিনেতা অঙ্কুশ। কিন্তু ছবির কাজ শুরুর আগেই কুপ্রস্তাব পেয়েছেন বলে জানালেন এই অভিনেত্রী।
এখন ঢাকায় নিজেদের বাড়িতেই আছেন শান্তা। সেখান থেকে ফোনে এবিপি আন্দকে তিনি জানালেন, ‘ফেসবুকের মাধ্যমে রাজীব কুমারের সঙ্গে যোগাযোগ হয়। আমি তাঁকে চিনতাম না। তিনি আমাকে বলেন, একটি ছবির বিষয়ে কথা বলার জন্য ঢাকা আসবেন। আমি যদি তাঁর ছবিতে কাজ করতে রাজি থাকি,তাহলে হোটেলের ঘরে গিয়ে তাঁর সঙ্গে কথা বলতে হবে। তিনি আমাকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি আপত্তিকর ছবিও পাঠাতে বলেন। আমি রাজি হইনি।’