মুম্বই: ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'ডাঙ্কি' (Dunki)। এই পরিচালক-অভিনেতা জুটির প্রথম ছবি বেশ পছন্দ করেছেন দর্শক। আবেগঘন ড্রামা ঘরানার এই ছবি ভালই ব্যবসা করছে বক্স অফিসে। এরইমধ্যে ফের উঠেছে জনপ্রিয় 'মুন্নাভাই' (Munna Bhai Franchise) প্রসঙ্গ। সঞ্জয় দত্ত অভিনীত এই ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে কোন নয়া তথ্য দিলেন পরিচালক? সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তৃতীয় সংস্করণের আভাস দিলেন রাজু হিরানি।
আসছে 'মুন্নাভাই ৩'? কী বললেন পরিচালক?
গতকালই প্রকাশ্যে এসেছে ANI-এর তরফে নেওয়া পরিচালক রাজকুমার হিরানির এক সাক্ষাৎকারের অংশ। সেখানে তাঁকে 'মুন্নাভাই এমবিবিএস'-এর তৃতীয় পর্বের প্রসঙ্গে কথা বলতে শোনা যায়। ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সংস্করণ কবে দেখতে পাবেন দর্শক, বহু অনুরাগীর মনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরিচালক বলেন, 'মুন্নাভাইয়ের সঙ্গে চিরকাল আমার সমস্যা এটাই যে আগের দুটো ছবি এত ভাল হয়ে গিয়েছে যে আমার কাছে ৫টা অর্ধেক লেখা চিত্রনাট্য এখনও পড়ে রয়েছে। আমার প্রায়ই সঞ্জুর (সঞ্জয় দত্ত) সঙ্গে কথা হতে থাকে। ও বলে যে আরও একটা তৈরি করা উচিত। এবার 'ডাঙ্কি' শেষ হয়েছে তো আমি পুরনো গল্পের ঝাঁপি খুলব। ইচ্ছে তো আছে যে আরও একটা মুন্নাভাই বানাতে হবে, কিন্তু কবে তা এখনও জানি না।'
এতদিনে সকলেই জেনে গেছেন, রাজু হিরানির অন্যান্য একাধিক ছবির মতোই মুন্নাভাইয়ের জন্যও প্রথম পছন্দ ছিলেন শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিং খান জানান যে, কাঁধে চোটের জন্য মুন্নাভাইয়ের অফার ফিরিয়ে দিতে হয় তাঁকে। এরপর তা যায় সঞ্জুর কাছে। অন্যদিকে 'থ্রি ইডিয়টস'-এর সময় শাহরুখ অন্য একটি সিনেমার কাজে ব্যস্ত ছিলেন। ফলে সেখানেও তাঁকে দেখা যায়নি। অবশেষে ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পায় রাজু-শাহ জুটির প্রথম ছবি 'ডাঙ্কি'।
আরও পড়ুন: Prabhas New Movie: 'সালার' সাফল্যের মাঝেই প্রভাসের নতুন ছবির ঘোষণা, ফিরবেন নয়া অবতারে
জনপ্রিয় 'মুন্নাভাই এমবিবিএস' কাস্টে সঞ্জয় দত্ত ছাড়াও অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি, প্রয়াত অভিনেতা সুনীল দত্ত, গ্রেসি সিংহ, বোমান ইরানি ও জিমি শেরগিল। ২০০৩ সালের এই কমেডি ড্রামার দ্বিতীয় ভাগ মুক্তি পায় 'লগে রহো মুন্না ভাই' নামে। নায়িকার চরিত্রে ছিলেন বিদ্যা বালান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।