নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় অশ্লীল, বিদ্বেষমূলক বা হিংসাত্মক পোস্টের অভিযোগ নতুন নয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে বলেও অভিযোগ। বিশেষ করে ট্যুইটারের বিরুদ্ধে বহু অভিযোগ করা হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার ব্যবস্থা নিচ্ছে ট্যুইটার। কোনও ব্যক্তি এবার থেকে ট্যুইটারে বিদ্বেষমূলক মন্তব্য করলেই সাতদিনের জন্য তাঁর অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।


এ বিষয়ে ব্লগে ট্যুইটারের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার জারুদ ডোহার্টি লিখেছেন, ‘ক্ষতিকারক মন্তব্য দূর করে ট্যুইটার ব্যবহারকারীদের স্বার্থ সুরক্ষিত করাই আমাদের লক্ষ্য। ক্ষতিকারক মন্তব্যের জন্য কাউকে যাতে সমস্যায় না পড়তে হয়, সেটা নিশ্চিত করতে চাইছি আমরা।’


ট্যুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিকারক মন্তব্যকারীদের অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করার জন্য ‘সেফটি মোড’ চালু করা হচ্ছে। কারও প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করলে, ঘৃণা ছড়ালে, হিংসায় উস্কানি দিলে, এমনকী অযাচিতভাবে কারও ট্যুইটে আপত্তিকর মন্তব্য করলেও সাময়িকভাবে অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে।


ট্যুইটার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সেফটি সেটিংসে এই নতুন ফিচার অন করা হলে নেতিবাচক মন্তব্য পর্যালোচনা শুরু করা হবে। ট্যুইটের বিষয়বস্তু এবং যিনি ট্যুইট করেছেন তাঁর সঙ্গে মন্তব্যকারীদের সম্পর্ক খতিয়ে দেখা হবে। যদি কেউ ক্ষতিকারক বা অনভিপ্রেত মন্তব্য করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেই অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। এর অর্থ, সাতদিনের জন্য সংশ্লিষ্ট ট্যুইটার ব্যবহারকারী অন্যদের ট্যুইটার অ্যাকাউন্ট ফলো করা, ট্যুইট দেখা বা সরাসরি বার্তা পাঠানোর সুযোগ পাবেন না। 


পাশাপাশি ট্যুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমাদের প্রযুক্তির মাধ্যমে বর্তমানে ট্যুইটার ব্যবহারকারীদের মধ্যে সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে। ফলে ট্যুইটার ব্যবহারকারীরা যে অ্যাকাউন্টগুলি ফলো করেন বা নিয়মিত যাঁদের ট্যুইটের জবাব দেন, সেই অ্যাকাউন্টগুলি স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা হবে না। আমাদের এই সেফটি মোডের মাধ্যমে ট্যুইটার ব্যবহারকারীদের লাভ হচ্ছে কি না, সেদিকে আমাদের নজর থাকব। এই প্রযুক্তি আরও উন্নত করাই আমাদের লক্ষ্য।’