নয়াদিল্লি: গতকালই এশিয়া কাপের (Asia Cup 2023) দিনক্ষণ জানিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। হাইব্রিড মডেলেই পাকিস্তান ও শ্রীলঙ্কা, দুই দেশে এবারের এশিয়া কাপের আসর বসবে। ৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। খবর অনুযায়ী এই টুর্নামেন্টেই ভারতীয় দলে (Indian Cricket Team) প্রত্যাবর্তন ঘটাতে পারেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
জাতীয় দলে প্রত্যাবর্তন
গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই শেষবার ভারতীয় দলের জার্সিতে মাঠে দেখা গিয়েছিল বুমরাকে। দীর্ঘদিন ধরেই তিনি পিঠের চোটে মাঠের বাইরে রয়েছেন। সদ্যই এপ্রিল মাসে নিউজিল্যান্ডে তাঁর অস্ত্রোপ্রচারও হয়। সফল অস্ত্রোপ্রচারের পর বুমরার ব্যথা অনেকটা কমেছে বলেই খবর। আবারও ধীরে ধীরে ফিটনেস ফিরে পাওয়ার জন্য তিনি অনুশীলনও শুরু করে দিয়েছেন। এবার তাঁর বহু কাঙ্খিত প্রত্যাবর্তন ঘটতে পারে। এই চোটের কারণেই আইপিএল এবং গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি বুমরা। তবে এ বছরের শেষে ভারতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টের আগে বুমরার ফিটনেস ফিরে পাওয়াটা ভারতীয় দলের জন্য দারুণ সুখবর।
তবে শুধু বুমরা নন, এশিয়া কাপেই আবার জাতীয় দলে আরেক তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারও ভারতীয় দলে ফিরতে আগ্রহী। বুমরার মতো শ্রেয়সও চোটের কারণে আইপিএলে খেলতে পারেননি। দীর্ঘ টালবাহানার পর তিনিও মে মাসে পিঠের চোটের অস্ত্রোপ্রচার করান। এই চোটের কারণেই বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনই তিনি সরে দাঁড়াতে বাধ্য হন। সেই চোট সারাতেই তিনি লন্ডনে অস্ত্রোপ্রচার করান। তারপরে দীর্ঘদিন বিশ্রামে ছিলেন তিনি।
দুই তারকাই বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাব সারছেন। এনসিএ-র মেডিক্যাল দল আশাবাদী যে এশিয়া কাপ শুরু হওয়ার আগেই তাঁরা ফিট হয়ে যেতে পারবেন। বুমরা এবং শ্রেয়স উভয়েই বর্তমানে ফিজিওথেরাপি করাচ্ছেন। বুমরা কিন্তু বর্তমানে বোলিং করাও শুরু করে দিয়েছেন। শেষমেশ এশিয়া কাপে তাঁরা খেলতে পারেন কি না, এখন সেটাই দেখার।
ভারতের ম্যাচ কোথায়?
হাইব্রিড মডেল অনুযায়ী এশিয়া কাপের শুরুর ম্যাচগুলি পাকিস্তানেই আয়োজিত হবে। তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ-সহ ভারতের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজিত হবে। নিরপেক্ষ দেশ হিসাবে শ্রীলঙ্কাকেই বেছে নেওয়া হয়েছে। ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলির পাশাপাশি রোহিত শর্মার নেতৃত্বাধীন দল যদি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারে, তাহলে সেই ফাইনালটিও দ্বীপরাষ্ট্রেই আয়োজিত হবে।
আরও পড়ুন: উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন কে-এর মধ্যে, কী কী খাবার খেতে পারেন?