মুম্বই: আলিগড় জাতীয় পুরস্কার না পাওয়ায় তিনি হতাশ। কোনও রাখঢাক না করেই জানালেন পরিচালক হনসল মেহতা। তবে তাঁর এই অনুভূতি একেবারেই ব্যক্তিগত, কোনও ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয় বলে তিনি জানিয়েছেন।


টুইটারে নিজের ক্ষোভপ্রকাশ করেছেন হনসল। ২০১৪-য় শহিদ-এর জন্য জাতীয় পুরস্কার পান তিনি। এবার তাঁর এভাবে ক্ষোভপ্রকাশে বিস্মিত কোনও কোনও মহল। তাদের বক্তব্য, তিনি এভাবে অসন্তোষ প্রকাশ না করলেই পারতেন।

জবাবে হনসল জানিয়েছেন, তিনি বিশ্বাস করতে চান, বিচারকরা নিজেদের বোধবুদ্ধি ও ফ্রেমওয়ার্কের মধ্য থেকে যা করার করেছেন। সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ীই আলিগড় পুরস্কার পায়নি, এর আগে যেমন পুরস্কার পায়নি লাঞ্চবক্সের মত ছবি। তবে তাঁর এই হতাশা ব্যক্তিগত, বিশেষ কারও বিরুদ্ধে নয়।



সমকামিতার অভিযোগে বহিষ্কৃত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের জীবন নিয়ে তৈরি হয়েছে আলিগড়। ছবিটি সমালোচক মহলে প্রশংসিত হয়।

হনসল জানিয়েছেন, তাঁর সবথেকে খারাপ লেগেছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসের চেয়ারপার্সন, বরিষ্ঠ পরিচালক প্রিয়দর্শনের মন্তব্যে। প্রিয়দর্শন বলেন, এ বছর বেশিরভাগ বলিউড ছবিই তৈরি হয়েছে সমকামিতা নিয়ে, কোনও সামাজিক সমস্যাকে তুলে ধরেনি। কিন্তু আঞ্চলিক ছবিগুলি তা করেছে।

হনসলের অভিযোগ, এই বিবৃতি গোলমেলে ও অনুভূতিশূন্য। সমকামী মানুষদের অধিকারকে এর মাধ্যমে ছোট করে দেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।