কলকাতা: দশমীর দিন শাড়ি নয়, অভিনেত্রী বাছলেন সাদা লম্বা পোশাক। আবাসনের পুজোয় ধুনুচি নাতে মাতলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সিঁদুর খেলা থেকে শুরু করে ধুনুচি নাচ, দশমীর দিনযাপনের গল্প।
পুজোর প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো ছবি শেয়ার করে নিয়েছেন দিতিপ্রিয়া। শাড়ি তেকে শুরু করে জামদানি জ্যাকেট, পুজোয় দিতিপ্রিয়ার স্টাইল স্টেটমেন্ট ছিল দেখার মতো। তবে দশমীর দিন অন্যরকম সাজলেন অভিনেত্রী। সাদা সারারার সঙ্গে লম্বা কুর্তি পরেছিলেন দিতিপ্রিয়া।
সিঁদুর খেলা থেকে শুরু করে ধুনুচি নাচ, দিতিপ্রিয়া যেন ঘরের মেয়ে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। ছোট্ট রিলে দেখা গেল পাড়ার সবার সঙ্গে ধুনুচি নাচ করলেন দিতিপ্রিয়া। সদ্য মুক্তি পেয়েছে দিতিপ্রিয়ার দ্বিতীয় ওয়েব সিরিজ 'বোধন' (Bodhon)। সিরিজে দিতিপ্রিয়ার সঙ্গে রয়েছেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)।