কলকাতা: 'এই শহর জানে আমার প্রথম সবকিছু...' কলকাতাকে নিয়ে লেখা এই গান যেন এই শহরবাসীর মনে-জীবনে অক্ষরে অক্ষরে সত্যি। সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে' (Sohorer Ushnotomo Dine)। আর সেই ছবির প্রচারপর্বে অংশ নিয়েই অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) গল্প শোনালেন এই শহরের সঙ্গে জড়িয়ে থাকা সব স্মৃতির।


সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দিতিপ্রিয়া বলেছেন তাঁর প্রথমবার ইডেন গার্ডেন্সে খেলা দেখতে যাওয়ার অভিজ্ঞতার কথা। সেখানে অভিনেত্রী বলছেন, 'আমার খুব প্রিয় বন্ধু বিক্রম আমায় নমিনেট করেছে প্রথম ইডেন গার্ডেন্সে খেলা দেখার অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার জন্য। প্রথম সবকিছু সবসময়েই ভীষণ বিশেষ। আমি প্রথম ইডেনে খেলা দেখতে যাই ২০০৮ বা ২০০৯ সালে। আইপিএলের শুরুর দিকে। বাবা মায়ের সঙ্গে। ম্যাচটা ছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বাবা-মায়ের সঙ্গে প্রথমবার খেলা দেখতে যাচ্ছি.. দুর্দান্ত অভিজ্ঞতা। আনন্দে, উত্তেজনায় বিহ্বল ছিলাম আমি। কিন্তু দুর্ভাগ্যবশত, কলকাতা সেই ম্যাচটা হেরে যায়। আর আমি তারপর গোটা রাস্তাটা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। বাবা-মা আমার কান্না থামানোর জন্য প্রচুর জিনিস কিনে দিয়েছিল এটা ওটা কিন্তু আমার কান্না থামছিলোই না।'


এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সঙ্গে সঙ্গে দিতিপ্রিয়া শুভেচ্ছা জানিয়েছেন এই ছবির জন্য। চলতি মাসের শেষে অর্থাৎ ৩০ তারিখই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। বিক্রম ও শোলাঙ্কি ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুজয়প্রসাদ, অনামিকা চক্রবর্তী ও অন্যান্যরা। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার।


ট্রেলার জুড়ে যে চিত্র ফুটে উঠল, সেখানে অভিনয় ও সম্পর্কের পাশাপাশি দুচোখ ভরে দেখাই যায় কলকাতাকে। আইকনিক জায়গা থেকে শুরু করে নাম না জানা সব অলিগলি.. 'শহরের উষ্ণতম দিনে' জুড়ে শুধুই কলকাতা আর কলকাতা। তবে শুধু প্রেমের সম্পর্ক নয়, ধরা পড়ল বন্ধুত্বের গল্পও। সম্পর্ক আর বন্ধুত্বের মিশেলে তিলোত্তমা কতটা মন কাড়তে পারল, সেই উত্তর দেবে বক্সঅফিস।


 






 


আরও পড়ুন: Nuts Good For Hair: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial