কলকাতা: ওয়েবের পর্দায় নতুন জুটির সমীকরণ। মুক্তি পেল দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) আর সুহোত্র মুখোপাধ্যায় (Suhotro Mukherjee)-র নতুন সিরিজ ডাকঘর (DaakGhor)-এর পোস্টার। 'হইচই' (Hoichoi) -এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ। এর আগে মুক্তি পেয়েছিল বাস্তব আর গল্পের টুকরো টুকরো কোলাজ। আজকের পোস্টারে অবশ্য সাজ থেকে ছবির টোন, সবেতেই নস্ট্যালজিয়ার ছোঁয়া।
সিরিজের নাম 'ডাকঘর' (Dakghor)। নতুন এই জুটির প্রেমের সূত্র কী তবে জড়িয়ে রয়েছে চিঠির ভাঁজে? সেই উত্তর মিলবে সিরিজে। ইতিমধ্যেই শ্যুটিং সারা হয়ে গিয়েছে। টিজার দেখে আঁচ করা যায় গল্পের নায়িকা মঞ্জুরী আর নায়ক, দামোদর। টিজারে অবশ্য কথোপকথনে একেবারে আধুনিক রূপেই ধরা দিয়েছেন দুই অভিনেতা অভিনেত্রী।
আরও পড়ুন: New Bengali Film: শহর কলকাতার বুকে নতুন প্রেমের গল্প শোনাবেন ঋষভ-ঐশ্বর্য্য
তবে মঞ্জুরী হিসেবে দিতিপ্রিয়ার লুক মনে করাবে তাঁর ছবি 'আয় খুকু আয়'-এর লুককে। সালোয়ার কামিজ, ছোট্ট টিপ, চুলের বিনুনিতে দিতিপ্রিয়া যেন আশির দশকের অষ্টাদশী। সুহোত্রর পোস্টমাস্টারের পোশাক আর লুকেও রয়েছে পুরনো ধাঁচ আর চমক। গ্রামের মেঠো পথ দিয়ে সাইকেল চালানো, চোখে চোখে প্রেমের ঝলক.. ডাকঘরের প্রথম টিজার যেন আমাদের নিয়ে যায় সাহিত্যের জগতে। ঠিক যেমনটা আমরা পড়ি বইয়ের পাতায়। সদ্য মুক্তি পাওয়া টিজারের আবহে 'ভেঙ্গে মোর ঘরের চাবি' গানের ব্যবহার যেন অন্য মাত্রা দিয়েছে এই প্রেমের গল্পকে।
আজ প্রকাশ্যে এসেছে সিরিজের মুক্তির দিন। চলতি মাসের ২৪ তারিখেই 'হইচই'-তে মুক্তি পাবে এই সিরিজ। সদ্য মুক্তি পাওয়া পোস্টারে ফুলহাতা সালোয়ার কামিজ, সাইকেল ধরে দিতিপ্রিয়া যেন আশির দশকের অষ্টাদশী। তাঁর লুকে স্নিগ্ধতা। আর সুহোত্রের পোস্টমাস্টারের পোশাক আর অগোছালো চুলে নস্ট্যালজিয়া।