কলকাতা: বাংলা ওয়েব ফিল্মে এবার নতুন জুটি। ঋষভ বসু (Rishav Basu) ও ঐশ্বর্য্য সেন (Aiswariya Sen)-এর। ১ ঘণ্টার এই ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্যজিত আদক। আজ মুক্তি পেয়েছে এই ছবির অফিসিয়াল পোস্টার। ছবিটি প্রযোজনা করেছে হোয়াইট ফেদার্স সংস্থার কর্ণধার প্রদীপ বাজাজ।                                                                                                                       


এই মাসেই মোজোপ্লেক্স (Mojoplex) ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে নতুন এই ছবি 'একলা ঘর'। আদ্যপান্ত প্রেমের এই গল্পে ঋষভের চরিত্রের নাম অম্লান। অন্যদিকে ঐশ্বর্য্যের চরিত্রের নাম সুপ্রিয়া। অন্তরার চরিত্রে দেখা যাবে নিকিতা ধামিজাকে।                           


ছবি সম্পর্কে পরিচালক বলছেন, 'পৃথিবীর সব চেয়ে অদ্ভূত ও আশ্চর্য জিনিস হল ভালোবাসা। নিজের ভালোবাসার মানুষটিকে সারা জীবন আগলে ধরে রাখার জন্য মানুষ সব কিছু করতে পারে। আর কখনও কখনও তাকে না পাওয়ার ব্যথায় কেবল তার স্মৃতি নিয়েই কাটিয়ে দেয় সারাজীবন। এমন একটা নিখাদ ভালোবাসার গল্প হল "একলা ঘর"। যার প্রতিটি মোড়ে রয়েছে ভালোবাসার আবরণ।'


আরও পড়ুন: Ditipriya Rishav: 'মা'-কে নিয়ে দিতিপ্রিয়া ঋষভের নতুন ছবি 'অন্নপূর্ণা'


ছবির অন্যান্য ভূমিকায় অভিনয় করছেন শিঞ্জন বসু, হিয়া রায়,মৌপ্রিয়া গোস্বামী, সমর দাস, রাই দাস সহ অন্যান্যরা। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনীও লিখেছেন সৌমজিত আদক। ছবির সংলাপ এবং দৃশ্যসজ্জার দায়িত্বে রয়েছেন সমীর কৌশিক। ছবিতে সুরের দায়িত্বে রয়েছেন কৃষ্ণেন্দু রাজ আচার্য্য। ছবিতে গান গেয়েছেন সেঁজুতি দাস , দেবাঞ্জলি লিলি , পূর্বিতা ও জিষ্ণু। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে। চলতি মাসে মোজোপ্লেক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে "একলা ঘর"।                                                     


সদ্য মুক্তি পাওয়া পোস্টারে নায়ক ও নায়িকা দাঁড়িয়ে রয়েছেন হাওড়া ব্রিজের প্রেক্ষাপটে। ছবির শ্যুটিংও হয়েছে কলকাতায়। তিলোত্তমাতেই নতুন প্রেমের গল্প ঋষভ আর ঐশ্বর্য্য।