মানালি: কোনও বিলাসবহুল হোটেলে নৈশভোজ নয়, বলিউডের ঝাঁ চকচকে তাক লাগানো পার্টি নয়, কোনও সমুদ্র সৈকতে অতিথিদের উড়িয়ে নিয়ে গিয়ে জন্মদিন পালন করলেন না কঙ্গনা রানাউত। সাধারণত, এভাবেই নিজেদের জন্মদিন পালন করেন বলিউড তারকারা। কিন্তু সকলের থেকেই আলাদা কঙ্গনা। তাই তিনি একেবারেই অন্যরকম ভাবে পালন করলেন তাঁর ৩১ বছরের জন্মদিন।

মানালির বাড়িতে ৩১টি গাছের চারা পুঁতে পৃথিবীকে আরও সবুজ হওয়ার বার্তা দিলেন কঙ্গনা। আর কঙ্গনার সেই গাঁছ পোঁতার ছবি  টুইটারে দিয়েছেন অভিনেত্রীর বোন রঙ্গোলি।

দেখুন কঙ্গনার বাড়িতে সেই সবুজের উতসবের কিছুমুহূর্ত