মুম্বই: ১৯ অগাস্ট মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu) এবং পরিচালক অনুরাগ কাশ্যপের বহু প্রতীক্ষিত ছবি 'দোবারা' (Dobaaraa)। 'লাল সিং চাড্ডা' কিংবা 'রক্ষা বন্ধন'কে যখন বয়কটের ডাক দিচ্ছিলেন নেটিজেনদের একাংশ, তখন এই ছবিটিকে ঘিরে উচ্ছ্বাস দেখা দেয় নেট দুনিয়ায়। নির্মাতা থেকে ট্রেড অ্যানালিস্টরা আশা করেছিলেন যে, শুরুটা বক্স অফিস কালেকশনে বেশ ভালোই হবে এই ছবির। কিন্তু প্রত্যাশা মতো একেবারেই ব্যবসা শুরু করতে পারল না তাপসী পান্নুর ছবি। যদিও অভিনেত্রীর আগের মুক্তি পাওয়া ছবি 'সাবাশ মিতু'র থেকে প্রথমদিন বেশি ব্যবসা করল 'দোবারা'। 


প্রথমদিন কত টাকার ব্যবসা করল তাপসী পান্নুর 'দোবারা'?


এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দোবারা' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। যদিও তাঁর মত, প্রত্যাশার থেকে বেশি বক্স অফিস কালেকশন দিয়ে শুরু করেছে এই ছবি। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে যে, 'প্রত্যাশার থেকে বেশি বক্স অফিস কালেকশন দিয়ে শুরু করল 'দোবারা'। বলতে গেলে, তাপসী পান্নুর আগের ছবি 'সাবাশ মিতু'র থেকে অনেক ভালো ব্যবসা করেছে এই ছবি। ইভিনিং এবং নাইট শোয়ে বেশি ভালো ব্যবসা হয়েছে। মুক্তি পাওয়ার দিন অর্থাৎ শুক্রবার 'দোবারা' ব্যবসা করেছে ৭২ লক্ষ টাকার।'


আরও পড়ুন - Salman Khan: লম্বা চুলে নয়া লুকে লাদাখে ভাইজান, ছবি দেখেছেন?


প্রসঙ্গত, গতকাল ছবি মুক্তির দিন কলকাতা সফরে আসেন তাপসী পান্নু এবং 'দোবারা' টিমের অন্যান্য কলাকুশলীরা। সকালে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন তাপসী ও পাভেল । হালকা সবুজ সালোয়ার কামিজ পরেছিলেন তাপসী । সাদা পাঞ্জাবিতে সেজেছিলেন পাভেল । জবার মালা, ফুল প্রসাদে কালীঘাটে পুজো দেন দুজনেই । কপালে সিঁদুরের টিপ, হাসি মুখে তাপসী-পাভেল মন্দির থেকে বেরিয়ে কথাও বলেন সাংবাদিকদের সঙ্গে । 


'দোবারা' ছবির ট্রেলার মুক্তি পায় কিছুদিন আগে। রহস্য তৈরি করেছিল ছবির ট্রেলারই । ট্রেলারের শুরু একটি পুরনো টিভি থেকে । সম্ভবত গল্পে রহস্যের মোড়ও শুরু সেখান থেকেই । টিভিতে দেখা একটি বাচ্চা ছেলেই যেন বয়ে নিয়ে আসে গল্পের রহস্য আর গা ছমছমে সব ইতিহাস । গল্প এগোতে থাকলে ঘটনায় জড়িয়ে যায় ২৬ বছর আগের একটি খুন । অন্ধকার আর গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়েই কেটে যায় ছবির ট্রেলার, রেখে যায় বহু প্রশ্ন যা দর্শককে টেনে নিয়ে যাবে প্রেক্ষাগৃহে । ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)


কলকাতা (Kolkata) ছাড়াও মুম্বই, চেন্নাই ও দিল্লি (Mumbai, Chennai, and Delhi)-তে প্রচারে গিয়েছিল টিম 'দোবারা'।  এর কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন তাপসী। সৃজিত মুখোপাধ্যায় ৯Srijit Mukherjee) পরিচালিত ছবি শাবাশ মিতু (Shabash Mithu) ছবির মুখ্যভূমিকায় ছিলেন তাপসী। সেই ছবির প্রচারে ইডেন গার্ডেন্সে এসেছিলেন সৃজিত, তাপসী ও মিতালি রাজ (Mitali Raj)।