Eye Liner: সাজসজ্জার অঙ্গ হিসেবে আই মেকআপ (Eye Makeup) বা চোখের মেকআপ খুবই গুরুত্বপূর্ণ। আপনি আর কোনও প্রসাধনী ব্যবহার না করে যদি শুধুমাত্র কাজল (Kajal) বা আই লাইনার (Eye Liner) লাগিয়ে নেন, তাহলে চেহারায় একটা পার্থক্য ধরা পড়ে। অনেকেই লাইনার লাগাতে পছন্দ করেন। চোখের উপরের পাতা সরু করে আই লাইনার এবং নীচে কাজল পরলে দেখতেও ভাল লাগে। বাড়িতে থাকা আই লাইনার যদি অনেকদিন ব্যবহার না করার ফলে শুকিয়ে যায় এবং হয়তো আপনি কোথাও বেরোচ্ছেন, হাতে একদম সময় নেই, আর শেষ মুহূর্তেই এটা চোখে পড়ল- তাহলেও সমস্যার কিছু নেই। খুব সহজেই আপনি বাড়িতেও লাইনার তৈরি করতে পারবেন। তবে যাঁদের অ্যালার্জির প্রবণতা রয়েছে তাঁরা চোখে আই লাইনার লাগানোর ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা না করাই ভাল।


বাড়িতে কোন কোন পদ্ধতি আই লাইনার তৈরি করতে পারবেন, দেখে নিন


অ্যাক্টিভেটেড চারকোল- ফেসওয়াশ, ফেস মাস্ক বা ফেস স্ক্রাবের ক্ষেত্রে এই উপকরণ খুবই পরিচিত। এই অ্যাক্টিভেটেড চারকোলের সাহায্যে আপনি আই লাইনার তৈরি করতে পারবেন। ক্যাপস্যুল আকারে এই উপকরণ কিনতে পাওয়া যায়। সেটা কিনে নিয়ে একটা পাত্রে ২-৩টে ক্যাপস্যুল ভেঙে নিন। তার মধ্যে মিশিয়ে নিন নারকেল তেল। এবার ভাল করে দুটো উপকরণ মিশিয়ে নিয়ে একটি জেলের মতো মিশ্রণ তৈরি হবে। অনায়াসে এই জেল আই লাইনার হিসেবে ব্যবহার করা যাবে।


কোকো পাউডার- কোকো পাউডার দিয়েও তৈরি করা যায় আই লাইনার। এক্ষেত্রে একটা পাত্রে কোকো পাউডার নিয়ে তার মধ্যে ২ -৩ ফোঁটা গোলাপ জল বা এমনি জল দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। তার ফলে জেল জাতীয় যে মিশ্রণ তৈরি হবে সেটা আই লাইনার হিসেবে ব্যবহার করা যাবে। তবে এই আই লাইনারের রঙ কালোর পরিবর্তে গাঢ় বাদামি বা খয়েরি অর্থাৎ ব্রাউন হবে।


কুমকুম পাউডার- বাড়িতে পুজোর কাজে এই কুমকুম পাউডার ব্যবহার করা হয়। এই কুমকুম পাউডার দিয়েও বাড়িতে তৈরি করা যাবে আই লাইনার। বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ছোট কাচের পাত্রে কুমকুম পাউডার নিয়ে তার মধ্যে সামান্য গোলাপ জল মিশিয়ে নিলে একটি জেল বেসড মিশ্রণ তৈরি হবে। সেটাই আই লাইনার হিসেবে ব্যবহার করা যাবে। এক্ষেত্রে একটু গাঢ় শেডের কুমকুম পাউডার ব্যবহার করলে খয়েরি রঙের আশপাশের রঙে আই লাইনার তৈরি হবে।


আরও পড়ুন- চোখের নীচে কালচে দাগছোপ, কীভাবে দূর করবেন 'ডার্ক সার্কেল', জেনে নিন সহজ কিছু টিপস