মুম্বই: বলিউডের একজন অভিনেত্রী এখন বিতর্কের কেন্দ্রে। তিনি হলেন দীপিকা পাড়ুকোন। দীপিকা এইমুহূর্তে চর্চার কেন্দ্রে রয়েছেন তাঁর ‘পদ্মাবতী’ ছবির জন্যে। ছবিতে রানি পদ্মাবতীর চরিত্রে অভিনয় করার জন্যে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে অভিনেত্রীকে। বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তা। তবে এইসমস্ত কিছুর মধ্যেই বলিউড এবং হলিউড থেকে একাধিক গুরত্বপূর্ণ ছবির প্রস্তাবও পাচ্ছেন অভিনেত্রী।

দীপিকাকে ছবিতে অভিনয় করানোর চাহিদা এইমুহূর্তে এতটাই তুঙ্গে, যে শোনা যাচ্ছে ‘ডন থ্রি’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে প্রিয়ঙ্কা চোপড়াকে সরিয়ে দীপিকার কথা ভাবছেন ছবির প্রযোজক ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি। একটি ফিল্ম ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, কিং খান নিজেই চাইছেন ‘ডন থ্রি’তে তাঁর সঙ্গে গাঁটছড়া বাধুক দীপিকা। এর আগে তাঁরা দুজন একসঙ্গে তিনটি ছবিতে অভিনয় করেছেন। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ তিনটিই বক্স অফিসে সুপারডুপার হিট।

দীপিকার বলিউড সফরও শুরু হয়েছিল ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে শাহরুখের বিপরীতে। তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রিও অসাধারণ। আর সেই রসায়নকেই তুরুপের তাস করে নিজের পরবর্তী ছবিতে ব্যবহার করতে চান বলিউড বাদশা। এদিকে প্রিয়ঙ্কাও এখন ব্যস্ত রয়েছেন কোয়ান্টিকো সহ একাধিক হলিউড প্রজেক্ট নিয়ে। তাই দীপিকাই অন্যতম পছন্দ প্রযোজকদেরও। পর্দায় গ্যাংস্টার নিয়ে তৈরি ‘ডন’ আগেও দর্শকমহলে নতুন আগ্রহ তৈরি করেছিল। এবারও আশা করা হচ্ছে ‘ডন থ্রি’ও বক্স অফিসে বিরাট সাফল্য আনবে।