মুম্বই: বৃহস্পতিবার স্বামী সাহিল সাঙ্ঘার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন অভিনেত্রী দিয়া মির্জা। আর এরপরই ইন্টারনেটে জল্পনা ছড়িয়ে পড়েছে যে, সাহিলের সঙ্গে লেখিকা কণিকা ধিলোঁর ঘনিষ্ঠতাই দিয়ার বিয়ে ভেঙে যাওয়ার কারণ। ওই জল্পনা সরাসরি নাকচ করে দিয়েছেন দিয়া। তিনি বলেছেন, সাহিলের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে যে জল্পনা চলছে তা আদৌ সঠিক নয়। এই জল্পনা ছড়িয়ে যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেওয়া হচ্ছে তা খুবই দুর্ভাগ্যজনক বলেও আখ্যা দিয়েছেন দিয়া।



তিনি বলেছেন, তাঁদের সহকর্মীর নাম কালিমালিপ্ত করা হচ্ছে, এটাই সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক ব্যাপার। একটা মিথ্যেকে প্রতিষ্ঠিত করতে অন্য এক মহিলার নাম ব্যবহার করা হচ্ছে, যা এক মহিলা হিসেবে তিনি বরদাস্ত করবেন না।




কণিকার সঙ্গে তাঁর প্রাক্তন স্বামী তথা পরিচালক প্রকাশ কোভেলমুদির সম্পর্ক বিচ্ছেদ হয়েছে। কণিকাও দিয়ার সম্পর্ক বিচ্ছেদ নিয়ে তাঁর নাম ঘিরে জল্পনার সমালোচনা করেছেন। কণিকা বলেছেন, তাঁর সঙ্গে দিয়া বা সাহিলের কখনও দেখাই হয়নি। এ ধরনের জল্পনা একেবারেই ভিত্তিহীন ও কুরুচিকর।
দিয়া ও সাহিল ২০১৪-তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের আগে তাঁরা একে অপরের সঙ্গে ডেট করতেন। বৃহস্পতিবার তাঁরা তাঁদের ১১ বছরের সম্পর্ক ভাঙার ঘোষণা করেছেন।
এই সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে কণিকার ভূমিকা নিয়ে যে জল্পনা চলছে, তাতে অত্যন্ত ক্ষুব্ধ দিয়া। তিনি বলেছেন, এটা একেবারেই সত্যি নয়। তাঁর ও সাহিলের সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে তৃতীয় কোনও ব্যক্তির ভূমিকা নেই।