অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ফেভারিট বেছে নিচ্ছেন লারা
Web Desk, ABP Ananda | 02 Aug 2019 07:29 PM (IST)
সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড সুবিধাজনক অবস্থায়
লন্ডন: চলতি অ্যাশেজ সিরিজে ওয়ান ডে ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ফেভারিট বেছে নিচ্ছেন ব্রায়ান চার্লস লারা। অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজ জিতবে ইংল্যান্ডই, পূর্বাভাস ক্যারিবিয়ান কিংবদন্তির। শুধু ইংল্যান্ডকে ফেভারিট বেছে নেওয়াই নয়, সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট সবচেয়ে বেশি রান করবেন বলেও আগাম জানিয়েছেন লারা। পাশাপাশি ইংরেজ পেসার ক্রিস ওকস সিরিজে সবচেয়ে বেশি উইকেট পাবেন বলেও পূর্বাভাস তাঁর। নিজের মতামত জানানোর জন্য লারা বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে। তিনি টুইট করেছেন, ‘২০১৯ সালের অ্যাশেজের জন্য আমার পূর্বাভাস হল, ইংল্যান্ড জয়ী হবে। সবচেয়ে বেশি রান করবে জো রুট। সবচেয়ে বেশি উইকেট পাবে ক্রিস ওকস।’ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড সুবিধাজনক অবস্থায়। বার্মিংহ্যামে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে অল আউট করে দেওয়ার পর ব্যাট করতে নেমে ইংল্যান্ডের স্কোর ১৩৭/১।