জয়পুর: শুধু বাবা-মা ও ঈশ্বরের সামনেই মাথা ঝোঁকাবেন। ক্ষমতাবান, আর্থিকভাবে শক্তিশালী বা খ্যাতিমান ব্যক্তিদের পায়ে পড়বেন না। ভক্তদের এই পরামর্শই দিলেন তামিল চলচ্চিত্র জগতের সুপারস্টার রজনীকান্ত। ভক্তদের সঙ্গে সাক্ষাতের তৃতীয় দিনে তিনি বলেছেন, ‘আমাদের শুধু ঈশ্বর ও জীবন দেওয়া বাবা-মার সামনে মাথানত করা উচিত। বয়স্ক ব্যক্তিদের সামনেও মাথানত করা উচিত। কারণ, তাঁরা জীবনে অনেক ওঠা-নামা দেখেছেন। আপনাদেরও জীবনে অনেক ওঠা-নামার মোকাবিলা করতে হবে। যাদের অর্থ, খ্যাতি ও ক্ষমতা আছে, তাদের পায়ে পড়ার কোনও দরকার নেই।’
এই পরামর্শ দেওয়ার পর মজার ছলে ভক্তদের উদ্দেশে রজনীকান্ত বলেন, তিনি আমিষ খাবার দিতে চেয়েছিলেন। কিন্তু যেখানে এই অনুষ্ঠান চলছে, সেখানে আমিষ খাবার দেওয়ার অনুমতি নেই। তাই অন্য কোনও জায়গায় তিনি আমিষ খাবার পরিবেশন করবেন।
এর আগে এ বছরের মে মাসেও ভক্তদের সঙ্গে দেখা করেছিলেন রজনীকান্ত। ফের ভক্তদের মাঝে এলেন তিনি। এবারের সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ, কারণ তিনি জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে যোগ দেবেন কি না, সে বিষয়ে ঘোষণা করবেন ৩১ তারিখ। তাঁর এই ঘোষণা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
অর্থবান, খ্যাতিমান, ক্ষমতাবানদের পায়ে পড়বেন না, ভক্তদের পরামর্শ রজনীকান্তর
Web Desk, ABP Ananda
Updated at:
28 Dec 2017 08:19 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -