মুম্বই: সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) কাজ কোনও ছবিকে শংসাপত্র দেওয়া, ছবিতে কাঁচি চালানো নয়। এমনই মন্তব্য করলেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান। তিনি বর্তমান সময়ে সেন্সর বোর্ডের প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন। আমিরের দাবি, শ্যাম বেনেগালও বলেছিলেন, সেন্সরশিপের বদলে ছবিকে শংসাপত্র দিক সিবিএফসি।

উড়তা পঞ্জাব থেকে শুরু করে অমর্ত্য সেনের তথ্যচিত্র, একের পর এক ছবিতে কাঁচি চালিয়ে বিতর্কে জড়িয়েছে সেন্সর বোর্ড। সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকির ছবি ‘বাবুমশাই বন্দুকবাজ’-এরও ৪৮টি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। এ বিষয়ে প্রশ্নের জবাবেই সেন্সর বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আমির।