ব্যক্তিগত জীবনে অভিনয় করতে চাই না, বলছেন রজনীকান্ত
Web Desk, ABP Ananda | 26 Oct 2017 07:07 PM (IST)
দুবাই: বিশাল বাজেটের ছবি ‘২.০’-র প্রচারে দুবাইয়ে গিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন তামিল ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। তিনি মজার ছলে বলেছেন, ‘ক্যামেরার সামনে ছাড়া অভিনয় করার জন্য কেউ টাকা দেয় না। তাই ব্যক্তিগত জীবনে অভিনয় করতে চাই না।’ স্কাই-ফাই থ্রিলার ‘২.০’-র সাফল্যের বিষয়ে আশাবাদী রজনীকান্ত। তিনি বলেছেন, ‘পরিচালক শঙ্কর এই ছবির মাধ্যমে সবার জন্য এক বিশেষ বার্তা দিয়েছেন। ভারতীয় দর্শকদের মতোই বিদেশিদেরও এই ছবিটি ভাল লাগবে।’ এই ছবিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও অ্যামি জ্যাকসন। তাঁরাও ছবিটি নিয়ে আশাবাদী। অক্ষয় বলেছেন, ‘আমি এর আগে কোনওদিন এই ধরনের চরিত্রে অভিনয় করিনি। অন্য কাউকে এই ধরনের চরিত্রে অভিনয় করতেও দেখিনি। খলনায়কের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা।’ শঙ্কর এর আগে ২০১০ সালে রজনীকান্তের সঙ্গে এন্থিরান ছবিটি করেছিলেন। সেই ছবিটি বক্স অফিসে সাফল্য পেয়েছিল। তবে সেই ছবিটির সঙ্গে ‘২.০’-র কোনও মিল নেই বলেই দাবি পরিচালকের। তিনি আরও বলেছেন, হলিউডের ধাঁচে ছবি করলেও, বলিউডের কোনও ছবিকে নকল করেননি তিনি।