মুম্বই: বলিউডের কিংবদন্তী অভিনেতা ও পরিচালক রাজ কপূরের বায়োপিক হলে তাতে বাড়তি রং চড়ানো হবে না। এমনই জানালেন তাঁর পুত্র প্রবীণ অভিনেতা ঋষি কপূর। তিনি বলেছেন, বর্তমান প্রজন্ম রাজ কপূরের ব্যক্তিগত ও পেশাদার জীবন সম্পর্কে জানতে আগ্রহী। তবে যদি বায়োপিক হয়, তাহলে সেটি বিশেষ যত্ন সহকারে বানানো হবে। কারও ভাবাবেগে যাতে আঘাত না লাগে, সেটা নিশ্চিত করা হবে। তাঁরা চান, বায়োপিকের মাধ্যমে সত্যিকারের রাজ কপূরকে জানুক নতুন প্রজন্ম।


আত্মজীবনী ‘খুল্লম খুল্লা: ঋষি কপূর আনসেন্সরড’-এ রাজ কপূরের সঙ্গে নার্গিস দত্তর সম্পর্কের কথা লিখেছেন। তিনি এ-ও লিখেছেন, তাঁর বোন একবার সুনীল দত্তর সঙ্গে দেখা করে রাজ কপূরের বায়োপিক করার অনুমতি চেয়েছিলেন। কিন্তু সুনীলের আপত্তি ছিল। কপূর পরিবারের সবাই বায়োপিকের বিরোধী। প্রযোজক ববি বেদী বায়োপিকের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পরিবারের সবাই সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের মা বেঁচে থাকা পর্যন্ত বায়োপিকের অনুমতি দেওয়া হবে না, বলেছেন ঋষি।