মুম্বই: এই গল্প দুই নারীর। সমাজের যে চিরাচরিত ধারণা আছে নারী শরীর নিয়ে, তাঁরা সেই ধারণার ছাঁচে পড়েন না। মেদহীন চেহারা, পিকচার পারফেক্ট তাঁরা নন বটে.. কিন্তু সে কথা শুনবে কেন তাঁদের স্বপ্ন? একজন চান ক্রীড়া সঞ্চালিকার হতে, অন্যজনের স্বপ্ন ফ্যাশন নিয়ে কাজ করার। কিন্তু কেবল প্লাস সাইজের হওয়ার কারণেই কি ভেস্তে যাবে তাঁদের স্বপ্ন?                                                                     


মুক্তি পেল সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha) ও হুমা কুরেশি (Huma Qureshi) অভিনীত 'ডবল এক্সএল' (Double XL) ছবির ট্রেলার। টি-সিরিজ, ওয়াকাও ফিল্মস ও মুদাস্সর আজিজের 'ডবল এক্সএল'-এর মুক্তির দিন ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। চলতি বছরের ৪ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।                   


আরও পড়ুন: Phone Bhoot: 'ফোন ভূত'-এর প্রথম গান 'কিন্না সোনা', প্রকাশ্যে টিজার, লাল অবতারে নজরকাড়া ক্যাটরিনা  


সৎরাম রামানি পরিচালিত এই ছবি জীবনের গল্প বলবে। কমেডি-ড্রামা ঘরানার এই ছবি সমাজের চিরাচরিত ভাবধারাকে নস্যাৎ করবে। শরীরের ওজন নিয়ে সমাজে যে স্টিরিওটাইপ গঠিত হয়েছে তা ভাঙবে এই ছবি।                                                                                                                               


এই ২০২২ সালে দাঁড়িয়েও ভারী চেহারার মহিলাদের নানা কটাক্ষের শিকার হতে হয়। নানা অবাঞ্ছিত কথাও শুনতে হয় সমাজের নানা মানুষের থেকে। রোগা ছিপছিপে চেহারাই যেন মেয়েদের পক্ষে আদর্শ। কখনও কখনও তা মানুষকে অসম্মানের পর্যায়েও পৌঁছে যায়। এই 'বডিশেমিং'-এর অভ্যাসের বিরুদ্ধেই আওয়াজ তুলবে এই ছবি।