নয়াদিল্লি: ঘোষণা হয়ে গেল 'ড্রিম গার্ল ২'-এর (Dream Girl 2) মুক্তির তারিখ (Release Date Announced)। মজার একটি টিজার (Teaser) এল প্রকাশ্যে। সেখানে শোনা গেল পর্দার পূজার (Pooja) সঙ্গে কথায় মেতেছেন পর্দার পাঠান (Pathaan)। কবে মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) আগামী ছবি?
কবে মুক্তি পাচ্ছে 'ড্রিম গার্ল ২'?
চলতি বছরের ৭ জুলাই পর্দা কাঁপাতে আসছেন আয়ুষ্মান খুরানা। বিপরীতে অনন্যা পাণ্ডে। মুক্তি পাচ্ছে 'ড্রিম গার্ল ২'।
আয়ুষ্মান খুরানার অনুরাগীরা এখন থেকেই বুক করে নিতে পারেন ৭ জুলাই। ছবির গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে ছবির খুনসুটি ভরা প্রথম টিজার। মূলত ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হল এই ভিডিওর মাধ্যমে। মুখ না দেখালেও যাঁরা 'ড্রিম গার্ল' দেখেছেন, তাঁদের বুঝতে অসুবিধা হবে না যে ভিডিওয় স্বয়ং আয়ুষ্মানই রয়েছেন। তবে আগের ছবির মতো শুধু কণ্ঠ দিয়েই নয়, এবার তাঁকে মহিলা বেশেও দেখা যাবে। প্রত্যেকবারের মতো এবারেও তাঁর চরিত্র দিয়ে দর্শকদের তাজ্জব করে দেবেন আয়ুষ্মান, সেই আশা করাই যায়।
ভিডিওয় দেখা যাচ্ছে পূজা নামক এক মহিলার ফোনে এসেছে এখন শিরোনামে থাকা পাঠানের ফোন। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ছবির প্রথম ভাগ, 'ড্রিম গার্ল'। চার বছর পর ফিরছে দ্বিতীয় ভাগ। প্রসঙ্গত, চার বছর পর বড়পর্দায় ফিরেছেন 'পাঠান' শাহরুখ খানও। ফোনের ওপারের কণ্ঠও কিং খানের মতোই শোনানো হয়েছে। তাঁদের ক্যাম্পেনের নাম 'সাত কো সাথ মে'।
আরও পড়ুন: Janhvi Kapoor: তেলুগু ছবিতে ডেবিউ করতে চলেছেন জাহ্নবী, বিপরীতে কোন দক্ষিণী তারকা?
আয়ুষ্মান খুরানা, অনন্যা পাণ্ডে ছাড়াও ছবিতে দেখা যাবে পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, বিজয় রাজ, অনু কপূর, সীমা পহওয়া, মনোজ যোশী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনজোৎ সিংহ। রাজ শান্ডিল্য পরিচালিত এই ছবির প্রযোজক একতা আর. কপূর। নির্মাতাদের প্রতিশ্রুতি প্রথম ভাগের থেকেও বেশি হাসির ও মনোরঞ্জক হবে দ্বিতীয় ভাগ। প্রসঙ্গত, ছবির প্রথম ভাগে নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল নুসরত ভারুচাকে।
অন্যদিকে, আয়ুষ্মান খুরানাকে শেষ দেখা গিয়েছে 'অ্যান অ্যাকশন হিরো' ছবিতে।