নয়াদিল্লি: ফের জামিনের আর্জি খারিজ হল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিঠানির। দু'জনেই একই ফ্ল্যাটে থাকতেন। ২০২০ সালের জুন মাসে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদকযোগের হদিশ মেলে। এরপর সেই সূত্রেই গ্রেফতার করা হয় সিদ্ধার্থকে। শনিবার বিশেষ এনডিপিএস আদালত ফের সিদ্ধার্থের জামিনের আর্জি খারিজ করে দিল।


চলতি বছরের ২৮ মে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো হায়দরাবাদ থেকে পিঠানিকে গ্রেফতার করে। আপাতত সিদ্ধার্থ পিঠানি বিচার বিভাগীয় হেফাজতেই রয়েছেন। 


নারকোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স (NDPS) অ্যাক্টের ২৭(এ) (financing illicit traffic and harboring offenders) ধারা সহ আরও একাধিক ধারায় তাঁকে গ্রেফতার করা হয়।


তাঁর সাম্প্রতিক জামিনের আর্জি খারিজ করেছেন বিশেষ বিচারক ডি বি মানে।


আরও পড়ুন: Aryan Khan Drug Case: ছেলের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা শাহরুখ-গৌরির? খবর সূত্রের


এর আগে জুন মাসে বিয়ের জন্য প্যারোলে মুক্তি পান ড্রাগ মামলায় অভিযুক্ত সুশান্ত সিং রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিঠানি। বিয়ের জন্য জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন সিদ্ধার্থ। কিন্তু তাঁর সেই আবেদন আজ খারিজ করে দেয় আদালত। তার বদলে বিবাহের অনুষ্ঠান সম্পূর্ণ করতে সিদ্ধার্থকে মাত্র কয়েকদিনের জন্য প্য়ারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।


গত ২৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল সিদ্ধার্থ পিঠানির। সেই অনুষ্ঠানের জন্যই জামিন চেয়েছিলেন তিনি। কিন্তু সেইবারেও অনুমতি দেয়নি হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, বিয়ের সমস্ত রীতি মেটানোর পর ২ জুলাই তাঁকে ফের জেলে ফিরে যেতে বলা হয়। 


আরও পড়ুন: Arbaz Merchant Release: জামিনে মুক্তি, আরিয়ানের একদিন পর বাড়ি ফিরলেন মাদককাণ্ডে অভিযুক্ত আরবাজ মার্চেন্ট


উল্লেখ্য, ২৫ দিন জেলবন্দি থাকার পর মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান খান গতকালই ফিরেছেন বাড়ি। গত বৃহস্পতিবার তাঁর জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। সমস্ত আইনি প্রক্রিয়া সেরে আরিয়ান বাড়ি ফেরেন শনিবার।