নয়াদিল্লি: মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান খানের জামিন আবেদনের শুনানি স্থগিত। আগামীকাল অর্থাৎ ২৭ অক্টোবর বুধবার ফের শুনানি হবে বলে জানিয়েছে বম্বে হাইকোর্ট। গত ২ অক্টোবর, ২০২১ এনসিবি আধিকারিকেরা মুম্বইয়ের এক প্রমোদতরী থেকে আটক করেন আরিয়ান খানকে। ৩ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। 


 






এর আগে বিশেষ আদালত আরিয়ানের জামিন মঞ্জুর করতে অস্বীকার করেছিল।  জামিনের আর্জি খারিজ করে বিশেষ আদালত বলেছিল যে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ধৃত মাদক সংক্রান্ত গতিবিধিতে নিয়মিত সামিল ছিলেন। 


আরও পড়ুন: 67 National Awards: দাদাসাহেব ফালকে পুরস্কার কাকে উৎসর্গ করলেন সুপারস্টার রজনীকান্ত?


বিশেষ আদালত বলেছিল, হোয়াটস্যাপ চ্যাট থেকে প্রাথমিত দৃষ্টিতে প্রমাণ হয় যে, তিনি মাদক কারবারীদের সঙ্গে যুক্ত ছিলেন। আদালত আরবাজ মার্চেন্ট (২৬) ও মুনমুন ধমেচা (২৮)-এর জামিনের আর্জিও খারিজ করে দিয়েছিল। নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গত ৩ অক্টোবর মুম্বই উপকূল থেকে এক প্রমোদ তরী থেকে মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় এই তিন সহ আরও কয়েকজনকে গ্রেফতার করেছিল। আরিয়ান সহ ধৃত তিনজন আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। আরিয়ান ও মার্চেন্টকে আর্থার রোড জেলে রাখা হয়েছে। অন্যদিকে, ধমেচা বাইকুল্লার মহিলা জেলে বন্দি। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনের আওতায় মাদক পদার্থ রাখা, তার ব্যবহার ও পাচারের অভিযোগ রয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। মুম্বই হাইকোর্টে আরিয়ানের আর্জির শুনানি আজ কখন হবে তার সময় এখনও জানা যায়নি।


আরও পড়ুন: National Film Awards: 'গর্বিত মেয়ে, গর্বিত স্ত্রী', জাতীয় সম্মানপ্রাপ্ত রজনীকান্ত ও ধনুশের সঙ্গে ছবি পোস্ট ঐশ্বর্যের