নয়াদিল্লি: তিনি বলিউডের বাদশাহ্ (Badshah of Bollywood)। চলতি বছরের শুরু ও মাঝে পরপর দুটি ব্লকবাস্টার হিট দিয়েছেন। তাঁর হাত ধরে লক্ষ্মীলাভ হয়েছে বলিউডের। তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। তিনি কিং খান। এবার অনুরাগীরা অপেক্ষায় অভিনেতার 'ডাঙ্কি' (Dunki) ছবির। তবে সম্প্রতি শোনা যায় ফের নাকি সেই ছবির মুক্তির তারিখ পিছিয়ে গিয়েছে। অবশেষে নির্মাতারা আশ্বাস দিয়েছেন যে এই খবর ভুয়ো। 


পিছোচ্ছে না 'ডাঙ্কি' ছবির মুক্তি


২০২৩ সালের বড়দিনেই মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি'। শাহরুখ খানের ছবির মুক্তি পিছোচ্ছে না। শুক্রবার রাতে সেই ব্যাপারে নিশ্চিত করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি এও জানান যে খুব শীঘ্রই নির্মাতারা এই ছবির টিজার আনবেন প্রকাশ্যে। 


এদিন তরণ আদর্শ তাঁর পোস্টে লেখেন, 'শাহরুখ খান - 'ডাঙ্কি' পোস্টপনড হয়নি... হ্যাঁ, ডাঙ্কি আসছে ২০২৩ সালের বড়দিনেই... ডাঙ্কির টিজার মুক্তি পাবে শীঘ্রই।' অর্থাৎ স্বস্তি শাহরুখ অনুরাগীদের। তাঁদের বেশি অপেক্ষা করতে হবে না। 


 






শুক্রবার, একাধিক প্রতিবেদন ছড়িয়ে পড়ে যেখানে বলা হয় যে ২২ ডিসেম্বর শাহরুখ খানের 'ডাঙ্কি' মুক্তি পাবে না। প্রভাসের 'সালার' ছবির সঙ্গে সংঘর্ষ এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়। তবে এই প্রথম নয়। এর আগেও 'ডাঙ্কি'র মুক্তির তারিখ উঠেছিল শিরোনামে। তবে তখন সেই জল্পনা সরিয়েছিলেন খোদ কিং খান। তিনি বলেন, 'আমার মনে হয়, ঈশ্বরের অশেষ কৃপা। আমরা পাঠান পেয়েছি। ঈশ্বর জওয়ানের বিষয়ে আরও সদয় হয়েছেন। আমি সবসময়ে বলি আমরা প্রজাতন্ত্র দিবস দিয়ে (২৬ জানুয়ারি) শুরু করেছিলাম। পবিত্র দিন। জন্মাষ্টমীতে 'জওয়ান' মুক্তি পায়। বড়দিনে, আমরা আপনাদের জন্য 'ডাঙ্কি' নিয়ে আসব। আমি জাতীয় মেলবন্ধনে জোর দিই। এবং যখনই আমার সিনেমা রিলিজ করে, তখনই ইদ হয়। আমি কঠিন পরিশ্রম করছি। আমি শেষ ২৯ বছরে যত কাজ করেছি তার থেকেও বেশি পরিশ্রম করছি। এবং ঈশ্বরের কৃপায় আমি আরও পরিশ্রম করব। আমার সত্যিই এখন আনন্দ হয় যখন মানুষ ছবি দেখেন এবং তা দেখে আনন্দ পান।'


আরও পড়ুন: 'Sohag Chand': ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়, 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে আসছেন খোয়াই চরিত্রে


রাজকুমারি হিরানির পরিচালনায় এই প্রথম কাজ করলেন শাহরুখ খান। ছবিতে দেখা যাবে তাপসী পন্নুকে। এই প্রথম জুটি বাঁধছেন কিং খান ও তাপসী। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial