নিজেই তিনি ট্যুইট করে কোভিড-১৯ সংক্রমণের খবর দিয়েছেন। লিখেছেন, লকডাউন কার্যকর হওয়ার পর থেকে প্রত্যেকটা দিন কাজ করছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, ঈশ্বরই চাইছেন কিছুটা সময় কাজ থেকে ছুটি নিই। আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। আইসোলেশনে রয়েছি। ডাক্তারদের পরামর্শমতো ওষুধপত্র, পথ্য নিচ্ছি।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ট্যুইটে তাঁর সংস্পর্শে আসা সকলকেই কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে লিখেছেন, প্রত্যেকেই সাবধানে থাকুন, নিজের খেয়াল রাখুন।