মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ট্যুইটে তাঁর সংস্পর্শে আসা সকলকেই কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে লিখেছেন, প্রত্যেকেই সাবধানে থাকুন, নিজের খেয়াল রাখুন। বিহার ভোটের মুখে করোনা পজিটিভ বিজেপির ভারপ্রাপ্ত নেতা দেবেন্দ্র ফঢ়নবিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Oct 2020 08:24 PM (IST)
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ট্যুইটে তাঁর সংস্পর্শে আসা সকলকেই কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে লিখেছেন, প্রত্যেকেই সাবধানে থাকুন, নিজের খেয়াল রাখুন।
মুম্বই: বিহারে বিধানসভা ভোটের মুখে নোভেল করোনাভাইরাস সংক্রমিত দলের প্রথম সারির নেতা তথা মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা দেবেন্দ্র ফঢ়নবিশ। বিহারে দলের ভোট সংক্রান্ত যাবতীয় বিষয়ের ভারও তাঁর হাতে। নিজেই তিনি ট্যুইট করে কোভিড-১৯ সংক্রমণের খবর দিয়েছেন। লিখেছেন, লকডাউন কার্যকর হওয়ার পর থেকে প্রত্যেকটা দিন কাজ করছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, ঈশ্বরই চাইছেন কিছুটা সময় কাজ থেকে ছুটি নিই। আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। আইসোলেশনে রয়েছি। ডাক্তারদের পরামর্শমতো ওষুধপত্র, পথ্য নিচ্ছি।