মুম্বই: মুখে অপছন্দের কথা বললেও রিয়্যালিটি শো ‘বিগ বস’ (Bigg Boss 16) ঘিরে আগ্রহ কম নয়। একে ‘ভাইজান’ সলমন খানের (Salman Khan) সঞ্চালনা, তার উপর টেলিভিশনের পর্দায় তথআকথিত তারকাদের কোন্দল, বিনোদনের যাবতীয় মাল-মশলাই মজুত থাকে। এ বারও নতুন রূপে ফিরছে ‘বিগ বস’। তবে এ বার প্রতিযোগীদের নিয়ে বাড়তি রহস্য জিইয়ে রাখছেন কর্তৃপক্ষ। একে তারকা প্রতিযোগীদের নাম সামনে আনা হচ্ছে। 


‘বিগ বস’-এর প্রথম তিন প্রতিযোগী


প্রতিযোগীদের নিয়ে এখনও পর্যন্ত দু’টি পৃথক ঝলক প্রকাশ করা হয়েছে। তা থেকে তিন জনের নাম ঘুরেফিরে উঠে আসছে। সোমবার প্রকাশিত প্রথম ঝলকে এক প্রতিযোগীকে দেখানো হয়েছে। তাঁর মুখ যদিও দেখা যায়নি। তবে শোনা গিয়েছে কণ্ঠস্বর। তাতে নিজের পরিচয় দিতে গিয়ে তাঁকে বলতে শোনা যায়, “দেশের প্রিয় বউমা হওয়ার পাশাপাশি আমি আইনজীবীও। এই সংমিশ্রণে আমি কি হারতে পারি বিগ বস?”


ওই প্রতিযোগীর কণ্ঠস্বর এবং নিজের সম্পর্কে যে তথ্য দিয়েছেন তিনি, তা থেকে তিনি টেলিভিশন অভিনেত্রী নিমরত কউর আহলুওয়ালিয়া (Nimrit Kaur Ahluwalia) বলেই নিশ্চিত অনুরাগীরা। শেষ বার জনপ্রিয় সিরিয়াল ‘ছোটি সর্দারনি’-তে দেখা গিয়েছিল তাঁকে।


 






মঙ্গলবার দ্বিতীয় ঝলকটি প্রকাশ করা হয়। তাতে নিজের পরিচয় দিতে গিয়ে এক প্রতিযোগীকে বলতে শোনা যায়, “ইমলি কা বুটা বেরি কা পের, ইস সিজন মেঁ হম দো শের।” প্রোমোর ক্যাপশনে লেখা হয়, ‘শেরো কে শের, বিগ বস উতরেঙ্গে ইস ময়দান মেঁ খেলনে ইয়ে খেল।’ ওই নারীকণ্ঠ আর কারও নয়, ‘ইমলি’ সিরিয়াল খ্যাত সুম্বুল তৌকিরের (Sumbul Touqeer) বলে নিশ্চিত অনুরাগীরা।


 






এর আগে, আরও এক তারকা গৌতম ভিগ-এর (Gautam Vig) নামও প্রতিযোগী হিসেবে উঠে আসে স্বল্পদৈর্ঘ্যের একটি ভিডিওয় মুখোশে মুখ ঢেকে আবির্ভূত হন এক ব্যক্তি। ওই ব্যক্তি আর কেউ নন, ‘তন্ত্র’, ‘নামকরণ’ এবং ‘পিঞ্জরা খুবসুরতি’ খ্যাত গৌতমের বলে বিশ্বাস তাঁর অনুরাগীদের।


 



আরও পড়ুন: 'Kacher Manush': ডায়েট ভুলে পুজোয় ভোগেই মন দেন প্রসেনজিৎ, খোলসা হল দেবের 'বিহাইন্ড দ্য সিন' ভিডিওয়


১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ‘বিগ বস’-এর ১৬তম সিজন। প্রতিযোগী হিসেবে এ বার সৌন্দর্য শর্মা, টিনা দত্ত, সৃজিতা দে-কেও দেখা যেতে পারে বলে জোর গুঞ্জন। টেলিভিশন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীকেও মোটা টাকার প্রস্তাব দেওয়া হয় বলে শোনা যায়। তবে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। 


আরশাদ ওয়ার্সি, শিল্পা শেট্টি এবং অমিতাভ বচ্চনের পর সলমন খানই বহু বছর ধরে ‘বিগ বস’-এর সঞ্চালক। সম্প্রতি মোগাম্বোর বেশেও এ বারের থিম বর্ণনা করতে দেখা যায় তাঁকে।