কলকাতা: মাত্র দিন তিনেকের অপেক্ষা। তারপরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'কাছের মানুষ' (Kacher Manush)। একপর্দায় দুই মহারথী, দেব (Dev) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। দিন যত এগিয়ে আসছে, প্রচারের নতুন নতুন পন্থাও তত দেখছেন দর্শক। এদিন সোশ্যাল মিডিয়ায় ছবির শ্যুটিংয়ের ফাঁকে রেকর্ড করা একটি ভিডিও পোস্ট করলেন দেব। জানা গেল বুম্বাদার ডায়েট চার্ট (Diet Chart)।
'বিটিএস'-এ 'কাছের মানুষ'
মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন দেব। থ্রোব্যাক সেই ভিডিওয় দেখা যায় তাঁরা শ্যুটিং করতে এসেছেন একটি বাজারে। সাধারণ মানুষের ভিড়ে সাধারণ মানুষদের সঙ্গেই শ্যুটিং সেরেছেন তা বেশ স্পষ্ট ভিডিও দেখে।
কথায় কথায় উঠে এল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডায়েট চার্ট। প্রচুর স্যালাড খান নাকি অভিনেতা। দেব জিজ্ঞেস করেন, 'কোন সবজি তোমার সবচেয়ে বেশি পছন্দ?' সঙ্গে সঙ্গে প্রসেনজিতের উত্তর, 'টমেটো, গাজর'। এরপরেই দেবের প্রশ্ন, 'শুনেছি তুমি নাকি সারাক্ষণ স্যালাড খাও'। বুম্বাদার উত্তরে জানা গেল, শশা, গাজর, টমেটো, লেটুস, ব্রকলিই তিনি স্যালাডে বেশি ভালবাসেন।
তবে হ্যাঁ, কাজের জন্য যতই খাবারে লাগাম দেওয়া থাক না কেন, পুজোর সময়ে সেসব একেবারেই মানেন না অভিনেতা। পুজোর সময় 'মায়ের ভোগ। বছর দুয়েক সব ঘেঁটে গিয়েছিল ঠিকই। তবে পুজোয় চেষ্টা করি নো ডায়েট, বরং মায়ের ভোগ খেতে। নবমীতে মাংস।' এটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুজোর ডায়েট।
আরও পড়ুন: Sonakshi Sinha: সোনাক্ষীর 'নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অফ ডার্কনেস' ছবির শ্যুটিং শেষ, পরিচালনায় ভাই
এবার পুজোর শুরুতেই প্রেক্ষাগৃহে বাঙালি দর্শকদের মন জয় করতে হাজির হচ্ছেন দুই মহা তারকা। দেব ও প্রসেনজিৎ জুটির সঙ্গে এই ছবিতে দেখা যাবে ইশা সাহাকেও। আগামী ৩০ সেপ্টেম্বর, অর্থাৎ পঞ্চমীর দিন মুক্তি পাবে 'কাছের মানুষ'।