বামন, গাইড, যোদ্ধা- তিন অবতারে আসছেন শাহরুখ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jun 2016 03:45 PM (IST)
মুম্বই: শাহরুখ অনুরাগীদের জন্য সুখবর। আগামী ৩ টি বড় প্রজেক্টে ৩ টি ভিন্নধারার চরিত্রে প্রিয় অভিনেতাকে দেখতে পাবেন তাঁরা। শাহরুখ খান জানিয়েছেন, আগামী ছবিগুলিতে বামন, গাইড বা পথপ্রদর্শক এবং যোদ্ধার অবতারে অভিনয় করবেন তিনি। সামনেই পরিচালক আনন্দ এল রাই, ইমতিয়াজ আলি এবং আদিত্য চোপড়ার তিনটি প্রজেক্টে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। রাই-এর ছবিতে বামন, আলির ছবিতে গাইড এবং চোপড়ার ছবিতে যোদ্ধার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। কিং খান স্বয়ং টুইট করে একথা জানিয়েছেন।