মুম্বই: বেশ কয়েক বছর আগে মুক্তি পায় 'এক ভিলেন' (Ek Villain)। তারই সিক্যুয়েল 'এক ভিলেন রিটার্নস' (Ek Villain Returns) মুক্তি পেয়েছে গত শুক্রবার। বক্স অফিসে যে এই ছবি বেশ ভালোই প্রভাব ফেলবে, তার আশা করা গিয়েছিল আগেই। আর প্রত্যাশা মতোই প্রভাব ফেলতে শুরু করেছে এই ছবি। মুক্তি পাওয়ার পর প্রথম দুদিন উল্লেখযোগ্য ব্যবসা করে এই ছবি। তাই ট্রেড অ্যানালিস্ট থেকে নির্মাতা কিংবা দর্শক, সকলেরই নজর ছিল রবিবার কত টাকার ব্যবসা করে এই ছবি, সেদিকে। শুক্রবার আর শনিবারের ব্যবসাকে কি ছাপিয়ে যেতে পারল রবিবারের ব্যবসা? তৃতীয় দিনে মোট কত টাকার ব্যবসা করল এই ছবি (Ek Villain Returns Box Office Collection)?


তিনদিনে মোট কত টাকার ব্যবসা করল 'এক ভিলেন রিটার্নস'?


ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে 'এক ভিলেন রিটার্নস' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, সপ্তাহ শেষে বক্স অফিস কালেকশনে ব্যবসা ধরে রাখল 'এক ভিলেন রিটার্নস'। শুক্রবার এই ছবি ব্যবসা করে ৭.০৫ কোটি টাকার। শনিবার ব্যবসা করে ৭.৪৭ কোটি টাকার। আর রবিবার এই দুই দিনের বক্স অফিস কালেকশনকেই ছাপিয়ে গিয়েছে। রবিবার ব্যবসা করেছে এই ছবি ৯.০২ কোটি টাকার। তিন দিনে মোট ব্যবসা হল ২৩.৫৪ কোটি টাকার।


আরও পড়ুন - Kiara Advani: সিদ্ধার্থের সঙ্গে জন্মদিনটা কোথায় কাটালেন কিয়ারা?


সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra), শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) ও রীতেশ দেশমুখ (Ritesh Deshmukh) অভিনীত 'এক ভিলেন' ছবির সিক্যুয়েল 'এক ভিলেন রিটার্নস'। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে জন আব্রাহাম (John Abraham), দিশা পাটানি (Disha Patani), অর্জুন কপূর (Arjun Kapoor) ও তারা সুতারিয়াকে (Tara Sutaria)। অ্যাকশনধর্মী এই ছবিতে প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দিশা ও তারাকে। ছবির ব্য়বসা যেখানে ঊর্ধ্বমুখী, সেখানে ইতিমধ্যেই দর্শকেরা মন্তব্য করতে শুরু করেছেন যে, এই ছবি কি একশো কোটির ক্লাবে পৌঁছতে পারবে? উত্তর সময়ই বলবে।<





>