কলকাতা: নতুন বছরে দর্শকদের জন্য উপহার নিয়ে এসেছেন পরিচালক সৌম্যজিৎ আদক (Soumojeet Adak)। মুক্তি পেতে চলেছে সৌম্যজিৎ আদক ও টিমের ছবি 'একলা ঘর' (Ekla Ghor)। প্রকাশ্যে এল ছবির পোস্টার। 


ছবির প্রযোজনা করেছে 'হোয়াইট ফেদার্স' সংস্থার কর্ণধার প্রদীপ বাজাজ। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋষভ বসু (Rishav Basu), ঐশ্বর্য সেন (Aishwarya Sen)। এছাড়াও ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নিকিতা ধামিজা, হিয়া রায়, সমর দাস সহ অন্যান্যরা। 


পরিচালনার পাশাপাশি ছবির কাহিনিও নিজেই লিখেছেন সৌম্যজিৎ আদক। ছবির সংলাপ এবং দৃশ্য সজ্জায় রয়েছেন সমীর কৌশিক। কিছুদিন আগেই ছবির ফার্স্ট লুকও প্রকাশ্যে আসে। 


কিছুদিন আগেই মুক্তি পায় সৌম্যজিৎ আদকের ছবি 'অল্প হলেও সত্যি'। সেখানে সৌম্যজিতের পরিচালনায় অভিনয় করেছিলেন সৌরভ দাস, দর্শনা বণিক, সৃজনী রায় এবং ঋষভ বসু। তারপর আবার নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন পরিচালক। ছবির নাম 'একলা ঘর'। এই ছবির শুটিং হয়েছে কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায়। ইতিমধ্যেই শেষ হয়েছে 'একলা ঘর' ছবির শ্যুটিং। এই বছরই পয়লা বৈশাখে মুক্তি পাওয়ার কথা পরিচালক সৌম্যজিৎ আদকের এই ছবির।


আরও পড়ুন: Lata Mangeshkar Death : একসময় এখানেই বসত হেমন্ত-লতা-সতীনাথের গানের আড্ডা, আজও ধরা আছে স্মৃতি


এই ছবিতে এক নতুন জুটি পেতে চলেছে দর্শক। মঞ্চ অভিনেতা ঋষভ বসু এর আগেও কাজ করেছেন বড় পর্দায়। গতবছর কিছুদিন তাঁকে ছোটপর্দায় দেখা যায় 'খড়কুটো' ধারাবাহিকে। এরপর 'অল্প হলেও সত্যি' ছবিতে ছিলেন তিনি। সৃজনী মিত্রের সঙ্গে জুটি বাঁধেন। 


ছবির অপর মুখ্য চরিত্রে রয়েছেন ঐশ্বর্য সেন। তিনি ছোটপর্দার পরিচিত মুখ । তবে, এই মুহূর্তে ঐশ্বর্য ওয়েব সিরিজ নিয়েই বেশি ব্যস্ত । নানা স্বাদের চরিত্রে অভিনয় করেন ঐশ্বর্য । 


আরও পড়ুন: Lata Mangeshkar: নীরবতা পালন সুর সম্রাজ্ঞীর উদ্দেশে, লতা মঙ্গেশকরকে রাজ্যসভায় শ্রদ্ধা নিবেদন