নয়াদিল্লি: প্রযোজক একতা কপূর (Producer Ekta Kapoor) এককথায় দশভূজা। নানা ধরনের কাজ তিনি একাই সামলান। 'বালাজি টেলিফিল্মস'-এর (Balaji Telefilms) ব্যানারে টেলিভিশনের জন্য নানা শো, নানা সিনেমা, ওটিটির কনটেন্ট তৈরির পাশাপাশি তিনি একজন মা-ও বটে। সম্প্রতি শোনা যাচ্ছে, তিনি নাকি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন শীঘ্রই। সত্যিটা কী?


দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তারকা প্রযোজক একতা কপূর?


সম্প্রতি এক জাতীয় বিনোদন সংবাদ মাধ্যম 'বলিউড লাইফ'-এর প্রতিবেদন অনুযায়ী, একতা কপূর সারোগেসির মাধ্যমে দ্বিতীয় সন্তানের চেষ্টা করছে বলে খবর। তবে সেই প্রতিবেদ এখন মুছে দেওয়া হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের উল্লেখ করে সেখানে লেখা হয়, 'একতার ছেলে রবি কপূর এখন ৫ বছর বয়সী এবং একতার মনে হচ্ছে যে ছেলের সহদোরের প্রয়োজন, কারণ একতা নিজেও তেমন জীবনই কাটিয়েছেন। তুষার কপূর ও একতা কপূরের মধ্যে দৃঢ় বন্ধনের কথা সকলেরই জানা, এবং তাঁরা সবসময়ে একে অপরের পাশে দাঁড়ান।' সেই কারণেই নাকি দ্বিতীয় সন্তানের কথা ভাবছিলেন প্রযোজক। 


সত্যিই দ্বিতীয় সন্তানের কথা ভাবছেন একতা নাকি পুরোটাই গুঞ্জন?


এই গুঞ্জনের মাঝেই টাইমস অফ ইন্ডিয়ার তরফে একটি প্রতিবেদন প্রকাশ্যে আসে, যেখানে অপর এক সূত্র এই সমস্ত গুজব একেবারে উড়িয়ে দিয়েছে। সেই সূত্রের খবর, 'একটি এক্সক্লুসিভ আর্টিকলে ক্লিক পাওয়ার জন্য যে কোনও ভুল খবর ছড়িয়ে দেওয়া একেবারেই গ্রহণযোগ্য নয়। সম্মানের সঙ্গে, সাংবাদিকদের উচিত খবর ছাপানোর আগে সমস্ত তথ্য যাচাই করে নেওয়া। অত্যন্ত মজার এবং হাস্যকর যে মানুষ এই ধরনের খবর তৈরি করেন।'


২০১৯ সালে একতা কপূর ঘোষণা করেন যে তিনি মা হতে চলেছেন। সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান রবি কপূরের জন্ম দেন তিনি। উল্লেখযোগ্য যে পুচকের ছেলের নাম রাখা হয়েছে তাঁর দাদু, একতার বাবা, বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্রর নাম অনুসারে, যাঁর আসল না রবি কপূর। সম্প্রতি, জানুয়ারি মাসে ছেলের ৫ বছরের জন্মদিন উপলক্ষ্যে বড় পার্টির আয়োজন করেছিলেন একতা। 


আরও পড়ুন: Salman Khan Firing Case: সলমনের হয়ে বিষ্ণোই দলের কাছে 'ক্ষমা' চাইলেন প্রাক্তন প্রেমিকা সোমি আলি


প্রসঙ্গত, কেবল একতা নয়, তাঁর ভাই, অভিনেতা তুষার কপূরও সারোগেসির মাধ্যমে নিজের কোলে এনেছেন পুত্র সন্তান। যে বছরে রবি আসে, সেই বছরেই তুষারের কোলে হাজির হয় লক্ষ্য। কাজের ক্ষেত্রে আপাতত একতা কপূর তাঁর সহ-প্রযোজনায় তৈরি 'ক্রু' ছবির সাফল্য উপভোগ করছেন। করিনা কপূর, তব্বু ও কৃতী শ্যানন অভিনীত এই ছবি দেশের বাজারে প্রায় ৭৫ কোটি টাকা আয় করেছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।