Tech Tips: অনেকসময়েই দেখা যায় আমাদের অ্যান্ড্রয়েড ফোনে (Android Phone) ইন্টারনেট কানেক্ট (Internet Connection) হচ্ছে না। অথচ আপনার ফোনে ইন্টারনেট প্যাক (Internet Pack) রিচার্জ করা রয়েছে। কিংবা বাড়ির ওয়াই-ফাই (Wi-Fi) সঠিক ভাবেই কাজ করছে। কিন্তু আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে (Android Smartphone) কিছুতেই ইন্টারনেট কানেক্ট হচ্ছে না। অদ্ভুত ভাবেই এমন পরিস্থিতি তখনই তৈরি হয় যখন হয়তো আপনার ফোনে সবচেয়ে বেশি ইন্টারনেটের জরুরি রয়েছে। যদি কখনও এই পরিস্থিতির সম্মুখীন হন তাহলে কী কী করলে ফোনে দ্রুত ইন্টারনেট কানেক্ট বা সংযুক্ত হবে, চলুন জেনে নেওয়া যাক। এইসব 'টেক টিপস' মেনে চললে আপনার ফোনে এই জাতীয় সমস্যা দেখাও না দিতে পারে। অতএব শিখে নিন সহজ কিছু কৌশল। 


ফোন রিস্টার্ট করুন 


ফোনে ইন্টারনেট কোনওভাবেই কানেক্ট করতে না পারলে একবার ফোন রিস্টার্ট করে নিন। আসলে ফোন রিস্টার্ট করলে অনেক সমস্যারই সমাধান হয়। যেমন- ফোন হ্যাং হয়ে গেলে ঠিক হয়ে যায়। কোনওভাবে ফোনে নেটওয়ার্ক না থাকলে সেটাও ফিরে আসতে পারে। আর ফোনে যদি ইন্টারনেট কানেকশন যুক্ত করা না যায় তাহলে ফোন অফ করে কয়েক মিনিট অপেক্ষা করুন এবং তারপর ফোন অন করে দিন। যদি একান্তই ফোন রিবুট বা অফ করতে না চান তাহলে ফোনের নরম্যাল মোড থেকে ফোন এয়ারপ্লেন মোডে পাঠিয়ে দেন। কিছুক্ষণ রেখে এয়ারপ্লেন মোড অফ করে দিন। এভাবেও ফোন রিস্টার্ট করে নেটওয়ার্ক কানেক্টিভিটি এবং ইন্টারনেট কানেকশন ফিরিয়ে আনা সম্ভব। 


আপডেট করুন ফোন এবং সেখানে থাকা অ্যাপ, ক্লিয়ার রাখুন ফোন অ্যাপ ক্যাশে 


ফোনের সফটওয়্যার আপডেটেড না থাকলে এবং ফোনের বিভিন্ন অ্যাপ একদম লেটেস্ট ভার্সানে আপডেটেড না থাকলে ফোনে সমস্যা হতে পারে। ডিভাইসে সঠিক ভাবে ইন্টারনেট কানেকশন যুক্ত হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তাই ফোনের সফটওয়্যার এবং বিভিন্ন অ্যাপ লেটেস্ট ভার্সানে আপডেটেড রাখা প্রয়োজন। এর পাশাপাশি ফোনের অ্যাপ ক্যাশে ক্লিয়ার করতে হবে। নাহলে ফোন স্লো হয়ে যাবে। অর্থাৎ সঠিক গতিতে কাজ করবে না। মাঝে মাঝেই ফোন হ্যাং হয়ে যেতে পারে। তাই এই ব্যাপারেও সতর্ক থাকতে হবে। 


ব্যাকগ্রাউন্ড অ্যাপে কত পরিমাণ ডেটা খরচ হচ্ছে সেদিকেও নজর রাখা দরকার 


অনেক সময় বেশ কিছু অ্যাপ আমাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে চালু থাকে। কিন্তু আমরা টের পাই না। অথচ এইসব অ্যাপে প্রচুর পরিমাণ ডেটা খরচ হয়ে যায়। তাই এই জাতীয় কোনও অ্যাপ চালু থাকলে তা বন্ধ করতে হবে। এর পাশাপাশি ফোনের নেটওয়ার্ক সেটিংস সঠিক ভাবে কাজ করছে কিনা সেদিকেও নজর দিতে হবে। 


আরও পড়ুন- আইফোন ১৫ প্রো ফোনগুলির তুলনায় কী কী উন্নত ফিচার থাকতে পারে আইফোন ১৬ সিরিজের প্রো মডেলগুলিতে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।