মুম্বই : ২০০১-এ মুক্তি পেয়েছিল বলিউডের জনপ্রিয় ছবি 'চোরি চোরি চুপকে চুপকে' (Chori Chori Chupke Chupke)। ছবিতে অভিনয় করেছিলেন সলমন খান (Salman Khan), রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) এবং প্রীতি জিন্টা (Preity Zinta)। এই ছবিতে একজন সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন প্রীতি। আর এটা ২০২১। কুড়ি বছর পর সারোগেসির মাধ্যমেই মা হলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। যমজ সন্তানের জন্ম হয়েছে তাঁর। তিনি এবং তাঁর স্বামী জিন গুডএনাফ জানিয়েছেন যে, তাঁদের সংসারে সারোগেসির (Surrogacy) মাধ্যমে যমজ সন্তান এসেছে। পাশাপাশি সারোগেটকেও ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেত্রী।


বলিউডে সারোগেসি কিংবা IVF-র মাধ্যমে মা হওয়ার ঘটনা প্রথমবার নয়। এর আগেও অনেক অভিনেত্রী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন। এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক বলিউডের কোন কোন অভিনেত্রীর কোল আলো করে সন্তান এসেছে সারোগেসি কিংবা IVF-র মাধ্যমে-


১. শাহরুখ খান - গৌরী খান - ২০১৩ সালে সারোগেসির মাধ্যমেই শাহরুখ খান এবং গৌরী খানের সংসারে আসে তাঁদের ছোট ছেলে আব্রাম।


২. শিল্পা শেট্টি - প্রথম সন্তান ভিয়ানের জন্মের বেশ কিছু বছর পর দ্বিতীয়বার মা হন শিল্পা শেট্টি। ২০২০ সালে জন্ম হয় তাঁর কন্যা শমিশার। সারোগেসির মাধ্যমেই জন্ম হয় তার।


৩. সোহেল খান - প্রথম সন্তানের জন্মের ১০ বছর পর সোহেল খান এবং তাঁর স্ত্রী সীমা খান সিদ্ধান্ত নেন যে তাঁরা ফেল সন্তান নেবেন। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় তা সম্ভব ছিল না সেই সময়। তাই তাঁদের সাহায্য নিতে হয় IVF মাধ্যমের। বিয়ের ১৩ বছর পর তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম হয় IVF পদ্ধতির মাধ্যমে।


আরও পড়ুন - Vicky-Katrina's Sangeet Plan: ভিকি-ক্যাটরিনার সঙ্গীতে পারফর্ম করবেন বলিউডের এই 'লভবার্ডস'?


৪. আমির খান - কিরণ রাও - বলিউড অভিনেতা আমির খানের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও মা হন IVF পদ্ধতিতেই। 


৫. ফারহা খান - অনেক বেশি বয়সে মা হয়েছেন বলিউডের ডনপ্রিয় কোরিওগ্রাফার এবং ছবি পরিচালক ফারহা খান। ৪৩ বছর বয়সে IVF পদ্ধতির মাধ্যমে জন্ম হয় তাঁর সন্তানদের। IVF পদ্ধতি যে তাঁর জীবনে আশীর্বাদ, তা জানাতেও ভোলেননি। এমনকি যে সমস্ত দম্পতির কনসিভ করতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাঁদেরকেও IVF পদ্ধতিতে সন্তান নেওয়ার পরামর্শ দেন তিনি।


৬. কর্ণ জোহর - যমজ সন্তানের বাবা বলিউডের জনপ্রিয় ছবি নির্মাতা কর্ণ জোহর। সারোগেসির মাধ্যমেই জন্ম হয় তাঁর যমজ সন্তান যশ এবং রুহির।


৭. তুষার কপূর - কর্ণ জোহরের মতো সিঙ্গল ফাদার তুষার কপূরও। অবিবাহিত তুষার পিতৃত্বের স্বাদ পেয়েছেন সারোগেসির মাধ্যমেই।


৮. একতা কপূর - তুষার কপূরের মতো তাঁর দিদি প্রযোজক একতা কপূরও সিঙ্গল মাদার হয়েছেন সারোগেসির মাধ্যমে। 


৯. সানি লিওনে - প্রথম সন্তানকে দত্তক নেওয়ার পর বলিউড অভিনেত্রী সানি লিওনে ফের যমজ সন্তানের মা হন সারোগেসির মাধ্যমে।


১০. শ্রেয়স তলপড়ে - বিয়ের পর দীর্ঘ ১৪ বছর যখন সন্তান হতে নানা সমস্যা দেখা দিচ্ছিল, তখন অভিনেতা শ্রেয়স তলপড়ে এবং তাঁর স্ত্রী দীপ্তি সারোগেসির মাধ্যমে মা-বাবা হন।


১১. লিজা রে - অভিনেত্রী লিজা রে ২০১৮ সালে যমজ সন্তানের মা হন সারোগেসির মাধ্যমে।