মুম্বই: গত দুটো বছর করোনা অতিমারির কারণে একেবারেই নিজেদের মতো কাটাতে পারেননি বলিউড (Bollywood) সেলেবরা। এখন পরিস্থিতি খানিকটা ঠিক হয়েছে। আর শীতকাল পড়তে না পড়তেই বি টাউনে বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখার (Patralekha) সঙ্গে বিয়েটা সেরে ফেলেছেন অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। নতুন জীবনের পথে আরও বেশ কিছু জুটি। শোনা যাচ্ছে খুব শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন আলিয়া ভট্ট এবং রণবীর কপূর। শোনা যাচ্ছে বিয়ের পর যে নতুন বাড়িতে থাকতে চলেছেন তাঁরা, তারও তোড়জোড় প্রায় শেষের পথে। বলিউডের আর যে জুটির সম্পর্কের কথা এখন ওপেন সিক্রেট, তা অবশ্যই ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের সম্পর্ক (Katrina Kaif) এবং বিয়ের খবর। 


ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ যে একে অপরের সম্পর্কে আছেন, তা নিজেরা মুখে স্বীকার না করলেও বিভিন্ন জায়গায় তাঁদের বহুবার একসঙ্গে দেখা গিয়েছে। বিভিন্ন সূত্রে খবর, আগামী ৭ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা। আগামী মাসে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বিবাহবাসর বসতে চলেছে তাঁদের। বিয়ের তোড়জোড় চলছে জোরকদমে। বলিউডের দুই হাই ভোল্টেজ তারকার বিয়ে বলে কথা। খামতি যেন না থাকে কোনও কিছুতে। তাই ইতিমধ্যেই অতিথিদের তালিকা থেকে বিয়ের সমস্ত আয়োজন প্রায় শেষের পথে। বিভিন্ন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।


আরও পড়ুন - Female Cop in Universe: বড় চমক! রোহিত শেট্টির কপ ইউনিভার্সে এবার মহিলা পুলিশ, মুখ্য চরিত্রে কোন নায়িকা?


সম্প্রতি বি টাউনের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন বলিউডের আর এক 'লভ বার্ডস'। তাঁরা আর কেউ নন। সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী। সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্কও অনুরাগীদের অজানা নয়। যদিও তাঁরা সম্পর্কের কথা এখনও অফিশিয়ালি জানাননি। শোনা যাচ্ছে, টিনসেল টাউনের তারকা জুটির সঙ্গীত অনুষ্ঠানে পারফর্ম করবেন সিদ্ধার্থ-কিয়ারা।


জানা যাচ্ছে, অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া কিংবা সদ্য বিবাহিত রাজকুমার রাও-পত্রলেখার মতো ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফও বিয়েতে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরবেন। তাই সব মিলিয়ে ভিকি-ক্যাটরিনার অনুরাগীরা তাঁদের পছন্দের তারকার বিয়ে নিয়ে খুবই উত্তেজিত। অন্তত সোশ্যাল মিডিয়া তেমনই আভাস দিচ্ছে।