কলকাতা: প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেবকুমার বসু (Devkumar Basu)। বয়স হয়েছিল ৯১ বছর। আজ শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেবকুমার বসু ভারতীয় চলচ্চিত্রের পথপ্রদর্শক দেবকী কুমার বসুর পুত্র। বাংলা ছাড়া অসমিয়া, মণিপুরী, ওড়িয়া ভাষাতেও তিনি ছবি তৈরি করেন। মাতামগি মণিপুর ছবির জন্য তিনি পেয়েছিলেন জাতীয় পুরস্কার। জনপ্রিয় বাংলা ধারাবাহিক বিবাহ অভিযানের তিনি ছিলেন পরিচালক। তাঁর পরিচালিত জনপ্রিয় ছবিগুলি হল 'শেষ বিচার', 'সংগ্রাম', 'অপূর্ণ', 'অনুভব' প্রভৃতি। প্রবীণ পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


আজ মুদিয়ালির বাসভবনে তাঁর মরদেহ নিয়ে আসা হবে শ্রদ্ধা জানানোর জন্য। বিখ্যাত ধারাবাহিক 'বিবাহ অভিযান' তাঁরই পরিচালনায় তৈরি। সেই ধারাবাহিকই চিনিয়েছিল শঙ্কর চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, জয় বদলানি ও অন্যান্য়রা। এই ধারাবাহিকেরই এক অভিনেতা দেবরাজ রায় প্রয়াত হয়েছেন । আর আজ প্রয়াত হলেন সেই ধারাবাহিকেরই পরিচালক। বাংলার থেকে বেশি উত্তর পূর্ব ভারতে বেশি কাজ করেছেন পরিচালক। শোনা যায়, দেবকীকুমার বসুর সঙ্গে যাতে তাঁর কাজের কোনও সংঘাত না হয়, সেই কারণে মণিপুরী ছবির দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দেবকুমার বসু। 


আজ সোশ্যাল মিডিয়ায় এই পরিচালকের প্রয়াণের খবরে শোকপ্রকাশ করে লিখেছেন, 'দেবকুমার বসুর হঠাৎ প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। উনি একজন সমাজকর্মী ছিলেন, ছিলেন শিবমন্দির দুর্গাপুজোর সর্বেসর্বা। দেবকী কুমার বসুর পুত্র দেবকুমার নিজেও ছিলেন একজন উল্লেখযোগ্য পরিচালক। উনি ছিলেন একজন গভীরভাবে সংস্কৃতি মনস্ক মানুষ, সমাজে সংস্কৃতি নিয়ে অনেক কাজ করেছেন উনি। আমায় ভীষণ ভালবাসতেন উনি। ভীষণ মনে পড়বে ওঁর কথা। ওর পরিবার ও সহকর্মীদের প্রতি শুভেচ্ছা।' 


 



 


আরও পড়ুন: Debraj Roy Demise: থামল রুপোলি পর্দার পথ চলা, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দেবরাজ রায়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।