সঞ্জনা লিখেছেন, ওই? তোমার হাবিজাবি মজার কথাবার্তায় আমার হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাওয়ার প্রয়োজন। কে বেশি চা আর হ্যাম ও চিজ ওমলেট খেতে পারে, সেজন্য আমার তোমার সঙ্গে প্রতিযোগিতার প্রয়োজন। বড় বেশি ব্যবহারে কার স্ক্রিপ্ট বেশি জীর্ণ ও ছিঁড়ে গিয়েছে, সেই লড়াইটাও দরকার। একটা কঠিন দৃশ্যের মাঝে যখনই তুমি বলতে যে, চল না, একটু নেচে নিই, তখনই তোমার বিদ্যুত্ গতির সঙ্গে তাল মেলানোর চেষ্টা করতাম। আর তোমার সঙ্গে তর্ক. বই নিয়ে..।
সঞ্জনা এর আগেও সুশান্ত ও পরিচালক মুকেশ ছাবরার সঙ্গে শ্যুটিংয়ের বাইরের একটি ছবি শেয়ার করেছিলেন। সে ছিল তখন তাঁদের সুখের মুহূর্ত।
ইনস্টাগ্রামে ক্যাপশনে সঞ্জনা লিখেছিলেন, আমি এই মাত্র ছবিটা খুঁজে পেলাম। এটা আমিও এর আগে দেখিনি। স্মৃতি ও নস্টালজিয়া ঘিরে ধরেছে। আমাদের শ্যুটিংয়ের দিনগুলি ছিল সৃষ্টিশীলতার সন্তুষ্টি ও সেটে অবিরাম হাসি-উচ্ছ্বাসে ভরপুর। আমি কিছু বললে বা করলে ওরা দুজনেই তা নিয়ে ঠাট্টা করত..এটা ছিল প্রতিদিনের ঘটনা।
আগামী ২৪ জুলাই দিল বেচারা ডিসনি-হটস্টারে সরাসরি মুক্তি পাবে। এই সিনেমায় বিশেষ ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে।