দীর্ঘ পাঁচ বছর চিকিৎসার পর সম্পূর্ণ ক্যানসার-মুক্ত ছেলে, জানালেন ইমরান হাসমি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jan 2019 03:05 PM (IST)
মুম্বই: ছোট্ট ছেলেটার শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ ক্যানসার। দীর্ঘ পাঁচ বছর চিকিত্সার পর অবশেষে স্বস্তির খবর। ক্যানসারের কবল থেকে সম্পূর্ণ মুক্ত বলিউড অভিনেতা ইমরান হাসমির ছেলে। অভিনেতা নিজেই এই সুখবর জানিয়েছেন। ২০১৪-তে যখন ইমরান হাসমির ছেলে আয়ানের বয়স মাত্র ৩, তখন ধরা পড়েছিল ক্যানসার। আর সেই ক্যানসার ছিল কিডনিতে, যা একেবারেই বিরল। ট্যুইটারে ছেলের সঙ্গে তিনটি ছবি পোস্ট করে ইমরান হাসমি জানিয়েছেন এই খুশির খবর। তিনি লিখেছেন, ৫ বছর আগে রোগ ধরা পড়ার পর আজ আয়ানকে সম্পূর্ণ ক্যানসার-মুক্ত ঘোষণা করা হয়েছে। একটা দীর্ঘ যাত্রার সমাপ্তি। প্রার্থনা ও শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। ক্যানসারের বিরুদ্ধে যাঁরা লড়াই করছেন, তাঁদের প্রত্যেককে ভালোবাসা জানাই ও প্রার্থনা করছি। আপনারাও এই লড়াইয়ে জিততে পারেন। বিলাল সিদ্দিকের সঙ্গে ইমরান হাসমি একটি বইয়েরও সহ লেখক। ওই বইয়ের নাম ‘দ্য কিস অফ লাইফ:হাউ অ্যা সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যানসার’। ওই বইতে আয়ানের ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা তুলে ধরা হয়েছে। ৩৯ বছরের অভিনেতাকে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ সিনেমায় দেখা যাবে। আগামী শুক্রবার সিনেমাটি মুক্তি পাবে।