সিডনি: অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগের একটি ম্যাচে অদ্ভূত গলতি আম্পায়ারের। তাঁর গুনতির ভুলে পারথ স্কোর্চার্সের ওপেনিং ব্যাটসম্যান মাইকেল ক্লিংগার বিতর্কিতভাবে আউট হয়ে গেলেন। এক্ষেত্রে আম্পায়ার গুণতির ভুলে সপ্তম (অতিরিক্ত) বলে ক্লিংগারের উইকেট পেয়ে গেলেন বোলার বেন ডওয়ারশুইস। পরে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, বল একবার হয়ে গেলে তা গন্য হবে। তাই এক্ষেত্রে আউটের সিদ্ধান্তই বহাল থাকবে।
স্কোর্চার্সের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী ক্লিংগার ৫ বলে ২ রান করে খেলছিলেন। ওই সময় থার্ডম্যান বাউন্ডারিতে তাঁর ক্যাচ ধরেন স্টিভ ও'কিফ। কিন্তু আম্পায়ার বুঝতে পারেননি যে বোলারের ওই ডেলিভারির আগেই ওভার শেষ হয়ে গিয়েছিল। ওই বলটি ছিল অতিরিক্ত। অর্থাত্, ওভারের সপ্তম ডেলিভারি। তাই আম্পায়ারের ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হল ব্যাটসম্যানকে।
ম্যাচের শেষে অধিনায়ক অ্যাশটন টার্নার বলেছেন, ক্রিকেটে এমন অনেক মুহূর্ত আসে, যা অন্যরকম হতে পারে। আর এ রকম যদি ঘটে তাহলে তা ব্যাটসম্যানের পক্ষে দুর্ভাগ্যজনক।
সিএ-র বিবৃতিতে বলা হয়েছে, এটি বল গোণার ক্ষেত্রে ভুল বলেই মনে হচ্ছে। আম্পায়ার সপ্তম বলটি করতে দিয়েছিলেন। যেহেতু ডেলিভারিটি করা হয়েছে, তাই সেটি গন্য হবে এবং সিদ্ধান্ত বহাল থাকবে। বিষয়টি সিএ-র সাধারণ ম্যাচ পর্যালোচনার সময় খতিয়ে দেখা হবে এবং এর প্রতিক্রিয়া অবশ্যই বিবেচনা করে দেখা হবে।
স্কোর্চার্স দলে কোচ ঘটনাটি আদৌ কাঙ্খিত নয় বলে মন্তব্য করেছেন।